এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

0
491

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই আফগানদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হারের স্বাদ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৮৮ রানের রাজসিক জয়।


তৃতীয় ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

সাগরিকায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে শতক হাঁকান লিটন দাস।

১২৬ বলের মোকাবেলায় ১৬টি চার ও ২টি চারের সহায়তায় ১৩৬ রান করেন লিটন। মুশফিকুর রহিমও পৌঁছে গিয়েছিলেন তিন অঙ্কের কাছাকাছি। সাজঘরে ফেরার আগে ৯৩ বলে ৮৬ রান করেন তিনি, হাঁকান ৯টি চার। দ্বিতীয় উইকেটে লিটন ও মুশফিক গড়েন ২০২ রানের পার্টনারশিপ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। চতুর্থ উইকেটে ৯০ রানের পার্টনারশিপ গড়েন রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। অর্ধশতক হাঁকিয়ে দুজনই ফেরেন সাজঘরে। রহমত ৭১ বলে ৫২ ও জাদরান ৬১ বলে ৫৪ রান করেন।

এরপর মোহাম্মদ নবী (৩২) ও রশিদ খান চেষ্টা চালালেও দলের হার ঠেকাতে পারেননি। ৪৫.১ ওভারে অলআউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২১৮ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান দুটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ

বাংলাদেশ : ৩০৬/৪ (৫০ ওভার)
লিটন ১৩৬, মুশফিক ৮৬, সাকিব ২০
ফরিদ ৫৬/২, রশিদ ৫৪/১

আফগানিস্তান : ২১৮/১০ (৪৫.১ ওভার)
নাজিবউল্লাহ ৫৪, রহমত ৫২
তাসকিন ৩১/২, সাকিব ৩৮/২

Facebook Comments Box