আয়ারল্যান্ডের সুন্নতে খতনা (Circumcision) করার নিয়ম

0
417

ইসলামী জীবন বিধান অনুযায়ী পুরুষ মানুষের খাতনা (Circumcision) করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং এটি ইসলামের মৌলিক নিদর্শনের অন্তর্ভুক্ত।

খতনা (Circumcision) করার জন্য উত্তম সময়ের ব্যাপারে ফকিহগণ বলেন, শিশুর শারীরিক উপযুক্ততা ও তার বালেগ হওয়ার কাছাকাছি বয়সে পৌঁছার আগেই বা এর মাঝামাঝি সময়ে যেমন-৭-১০ বছর বা অনূর্ধ্ব ১২ বছরের মধ্যে করে নেওয়া উত্তম।

আর তাই একজন ছেলে বাচ্চা শারীরিকভাবে সুস্থ হলে সুবিধা জনক সময়ে তার খাতনা করিয়ে দেয়া অভিভাবকের নৈতিক দায়িত্ব।

♦♦♦

মুসলিম হিসেবে একজন ছেলে বাচ্চাদের “খতনা” করাটি বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এদেশের বিধি বিধানের কারণে অভিভাবকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।

একজন ডাক্তার হিসাবে, এদেশে “খতনা” করার নিয়ম সম্পর্কে অনেকে আমাকেও জিজ্ঞাসা করে থাকেন।
তাই সংশ্লিষ্ট বিষয়ে সবার অবগতির জন্য, এই দেশে “খতনা” করার নিয়ম সম্পর্কে আজ আলোচনা করবো।

প্রথমে আমি আমার আগের হাসপাতালে, পোর্টিনকুলায়-এর অভিজ্ঞতা শেয়ার করছি, ওখানে একজন মুসলিম সার্জন ছিলেন এবং এখনও কর্মরত আছেন। এতে করে অনেক বাংলাদেশী বাচ্চার অভিভাবক ওনার সাথে যোগাযোগ করে সহজে ওনাদের বাচ্চাদের খতনা করিয়েছিলেন এবং এখনও ওনার সাথে যোগাযোগ করে আপনাদের বাচ্চার খতনা করাতে পারেন।

আজ আমি আপনাদের সাথে এ বিষয়ে পোর্টিনকুলা বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কো. গালওয়ে – এর খতনা করার নিয়ম নিয়ে আলোচনা করছি৷ এ জন্য করণীয় পদক্ষেপ সমূহ হলোঃ
১. এ জন্য প্রথমে আপনাকে আপনার জিপির সাথে যোগাযোগ করতে হবে এবং ওনার কাছ থেকে এই মর্মে একটি রেফারাল বা চিঠি নিতে হবে, যাতে উল্লেখ করতে হবে যে, “সামাজিক/সাংস্কৃতিক কারণে আপনার ছেলের খৎনা প্রক্রিয়া করা দরকার।”

২. এবার উক্ত রেফারাল লেটার বা চিঠিটি নীচের ঠিকানায় পাঠিয়ে দিনঃ
মেরি মারফি
(মিঃ ওসামা এল. সাদিগ-এর
সেক্রেটারি)
পোর্টিউনকুলা হাসপাতাল
ব্যালিনাস্লো কো. গালওয়ে।
Mary Murphy
(Secretary of Mr. Osama El-Sadig)
Portiuncula Hospital
Ballinasloe Co. GalwayGalway.

৩) কয়েকদিন পর, আপনি চিঠির প্রাপ্তি বা আরও প্রশ্ন নিশ্চিত করতে 0909648210 নম্বরে (পোর্টিউনকুলা হাসপাতালে মিঃ ওসামার সেক্রেটারীকে) ফোন কল করতে পারেন।

তবে রেফারেল পাওয়ার পর, এপয়েন্টমেন্ট পেতে তিন (৩) মাস পর্যন্ত সময় লাগতে পারে।

♦♦♦
এবার সাউথ আয়ারল্যান্ডের একটি হাসপাতাল সম্পর্কে জানাচ্ছি।

সাউথ টিপারারি জেনারেল হাসপাতাল, ক্লোনমেল।

কর্ক সহ যারা দক্ষিণ আয়ারল্যান্ডে বসবাস করছেন, তারা এই হাসপাতালে একজন মুসলিম ডাক্তারের মাধ্যমে খতনা করানোর সুযোগ গ্রহন করতে পারেন।

এ ক্ষেত্রেও আপনাকে পূর্বে উল্লেখিত স্টেপস্ সমূহ অনুসরণ করতে হবে।
সার্জনের নাম:
ডাঃ ওয়াসিম স্বাতী
এবং
ডাঃ আতহার শেখ

[ডাঃ স্বাতীর সেক্রটারী হলেন,
মিসেস ব্রেদা এবং
সচিবের নম্বর 0526187525]

[ ডাঃ শেখের সেক্রেটারী হলেন,
মিসেস ব্রিগেট
ওনার নম্বর ০৫২৬১৮৭৫২৬ ]
Name of surgeon:
♦Dr.Wasim Swati.

Name of secretary of
Dr. Swati:
Ms.Breda
0526187525

Name of surgeon:
♦ Dr Athar Sheikh
Name of the secretary of Dr. Sheikh:
Ms.Bridget
0526187526

❇❇❇❇❇
এবার আমি কর্কসহ আয়ারল্যান্ডের দক্ষিণের আরো কয়েকটি হাসপাতাল সম্পর্কে জানাচ্ছি।
১) সাউথ ইনফার্মারী ভিক্টোরিয়া হাসপাতাল,
এটি কর্ক শহরের অভ্যন্তরে অবস্থিত।
এখানে সার্জন হিসেবে কর্মরত আছেন, ডক্টর এড্রিয়ান আয়ারল্যান্ড।
শর্তঃ এখানে খতনা করতে হলে, বাচ্চার বয়স অবশ্যই ৫ (পাঁচ) বছরের উপর হতে হবে।
২) কর্ক হতে দক্ষিণে অবস্থিত কেরী শহরে রয়েছে, “ইউনিভার্সিটি হসপিটাল কেরী, এখানে ডক্টর হামদি আসাম নামে একজন মুসলিম সার্জন (ডক্টর) আছেন, উনিও খতনা করান।
৩) এছাড়া ডাবলিন শহরের অভ্যন্তরে রয়েছে,
সেন্ট মাইকেলস্ হসপিটাল, ডাবলিন।
সার্জন হিসেবে রয়েছেন, ডক্টর কিরান ব্রিন।
৪) ডাবলিনের কাছাকাছি আর একটি হসপিটাল রয়েছে। নাম –
পোর্ট লুইস হসপিটাল।
শর্তঃ বাচ্চার বয়স অবশ্যই ২ (দুই) বছরের উপর হতে হবে।
৫) আয়াল্যান্ডের অভ্যন্তরে অবস্থিত আর একটি জেনারেল হসপিটাল হলো~ “ক্যাভান জেনারেল হসপিটাল”। এই হসপিটালে দুই জন সার্জন আছেন। (ক) ডক্টর জিউই (খ) ডক্টর মাসকারেনহ্যাস।
৬) টুলেমর জেনারেল হসপিটাল।
সার্জন হিসেবে রয়েছেন, ডক্টর শীন জনটন্।
৭) এছাড়াও “জেন্টল প্রসিডিউর” নামে একটি প্রাইভেট হসপিটাল রয়েছে। তবে শর্ত হলোঃ এখানে কেবল মাত্র ১৬ বছরের উপরের বয়সের ছেলেদের খতনা (Circumcision) করা হয়ে থাকে।

1) South infirmary Victoria University Hospital, Cork
⚛Dr. Adrian Ireland
Sec. Ann Marie behan
0214926194.

2) University Hospital kerry
❇Dr. Hamdy Asam
Sec. Miss Keren
0667184343

3) St. Michael’s hospital, Dublin
⚛Dr. Kieran Breen
Sec: Miss Kelly(Outpatient department)
016639864

4) Portlaoise hospital
❇Dr. Amir Siddiqui
Sec. Miss Mary 0578696197

5) Cavan General Hospital
⚛Dr. NZEWI
Sec. Miss Sonya
0494376491

⚛Dr.Mascarenhas
Sec.Miss Grainne
0494376138

6) Tullamore General Hospital
❇Dr. Sean Johnston
Sec. Miss Johanna
0579358261

7) Gentle Procedure (Private)
016950228

আজ আয়ারল্যান্ডে সহজে খতনা করার বিষয়ে আলোচনা এ পর্যন্তই।

অদূর ভবিষ্যতে অন্যান্য হাসপাতাল সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করে জানানোর প্রত্যাশা রইলো।

সবার জন্য শুভ কামনা রইলো।।
ধন্যবাদ

ডাঃ মুসাব্বির হোসাইন
বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কর্ক।
আয়ারল্যান্ড।
৫/৪/২০২৪

[দৃষ্টি আকর্ষণ করছিঃ খতনা উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করার প্রয়োজন নেই। তা ছাড়া বর্তমানে যে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের রেওয়াজ শুরু হয়েছে তা অবশ্যই বর্জনীয়।

Facebook Comments Box