আবাই নির্বাচনি আপডেট – ২০২০

0
903

প্রেস রিলিজ – আবাই নির্বাচনি আপডেট –

আসসালামু আলাইকুম,

সম্মানিত নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ।গত ২রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার আবাই সাধারণ নির্বাচন ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করায় আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। যারা অংশগ্রহণ করতে পারেননি পরবর্তী সকল মিটিং এ আপনারা অংশগ্রহণ করে আমাদের উপর অর্পিত এই মহৎ দায়িত্ব সুচারুরূপেব পালন করতে সহায়তা করবেন বলে আশা করছি। সভায় অংশ গ্রহণ করেন মোহাম্মদ মোস্তফা, কাউন্সিলর আজাদ তালুকদার, সামসুল হক, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, মোশাররফ হোসেন, শাহাদাৎ হোসেন, জাহিদ মোমিন, কামাল হোসেন, কামাল উদ্দিন, আব্দুল মানান, হামিদুল নাসির, আক্তার হোসেন,জাকারিয়া প্রধান, মির মামুন, আনোয়ার হোসেন, রহমান, হুমায়ুন কবির, আব্দুর রাহিম ভূঁইয়া, সাজেদুল চৌধুরী, মিজানুর রহমান, শাহীন রেজা এবং গোলাম নাবী ।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব শামসুল হক।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমাদের এই মিটিং এ নিন্ম বর্ণিত বিষয় সমূহ নিয়ে আলোচনা করা হয়েছেঃ

১- ভোটার নিবন্ধন সম্পন্ন হুয়ার পর সংখ্যানুপাতিক হারে জোন নির্ধারণ ও দেশ ব্যাপী ২০-২৫ টি কেন্দ্র নির্ধারণ

২- কেন্দ্র প্রতি নির্বাচনী ব্যয় আনুমানিক ৩০০ ইউরো ধরে সর্বমোট নির্বাচনী ব্যয় সর্বাধিক ১৫,০০০-১৭,৫০০ ইউরো ধার্য

৩- নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যবৃন্দ নির্বাচনী খরচ বাবদ জন প্রতি ১০০ টাকা করে চাঁদা প্রদান

৪- আগামী একসপ্তাহের মধ্যে ওয়েব সাইট লাইভ চালু করে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু করা

৫- ভোটার নিবন্ধন প্রক্রিয়ার জন্য ওয়েব সাইট ২১ দিনের জন্য খোলা রাখা

৬- উপদেষ্টা মণ্ডলী নির্বাচন পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছে নির্বাচন কমিশনকে অবহিত করা

৭- ভোটার নিবন্ধন সম্পন্ন করে নির্বাচনী তফসিল ঘোষণা

৮- মার্চের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া

আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।

ধন্যবাদান্তে,
প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা ও
প্রধান নির্বাচন কমিশনার
কাউন্সিলর আজাদ তালুকদার

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here