আন্তর্জাতিক পরমাণু চুক্তি রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাবে ইইউ

0
810

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু সমঝোতা অর্জনে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশেষ করে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কিন্তু আমেরিকা গত বছর ৮ মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ পরমাণু সমঝোতায় দেয়া তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক নতুন প্রধান জোসেপ বোরেল দায়িত্ব নেওয়ার পরপরই পরমাণু সমঝোতা রক্ষায় প্রচেষ্টা চালাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষায় তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন, কেননা ইউরোপীয় ইউনিয়ন এটিকে রক্ষায় সবচেয়ে বেশি আগ্রহী। একইসঙ্গে তিনি এই সমঝোতা রক্ষায় সকল পক্ষের প্রতি আহ্বান জানান। -পার্স টুডে

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here