আয়ারল্যান্ডে আজ রাত “২ ঘটিকায়” সময় এক ঘন্টা পিছানো হবে।
প্রতিবছরের ন্যায় আয়ারল্যান্ডে দিনের আলোর সাথে খাপ খাওয়াতে শীতকালিন সময় এর পরিবর্তন আজ রাত সংঘটিত হবে। রাত দুইটা বাজে সময়ের কাটা এক ঘন্টা পিছিয়ে “রাত একটা” করা হবে। শীত কালে দিন ছোট হওয়ায় দিনের আলোকে এক ঘন্টা বেশি ব্যবহারের জন্য প্রতি বছরের ন্যায় এবার এমনটি করা হবে। এর ফলে GMT সময়ের সাথে আয়ারল্যান্ড তথা যুক্তরাজ্যের সময় সমান হবে পুরা শীতকালীন সময়ের জন্য।
Facebook Comments Box