Home Featured আইরিশ পাসপোর্টধারীদের UK ভ্রমণের জন্য নতুন নিয়ম

আইরিশ পাসপোর্টধারীদের UK ভ্রমণের জন্য নতুন নিয়ম

0
আইরিশ পাসপোর্টধারীদের UK ভ্রমণের জন্য নতুন নিয়ম

গত ২ এপ্রিল থেকে ইউরোপীয় দেশগুলো থেকে UK তে ভ্রমণের জন্য নতুন ট্র্যাভেল নিয়ম চালু হয়েছে। তবে এ নিয়মে কমন ট্র্যাভেল এরিয়া হিসেবে আয়ারল্যান্ড এ নিয়মের বাহিরে থাকবে শুধুমাত্র প্রুপ অফ রেসিডেন্স আইডি দেখানো ব্যতীত।

UK-র নতুন ট্র্যাভেল নিয়মে আয়ারল্যান্ডের উপর তেমন প্রভাব পড়বে না। এপ্রিল থেকে ইউরোপীয় নাগরিকদের UK তে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ট্র্যাভেল অথারাইজেশন (ETA) লাগতেছে। শুধুমাত্র আইরিশ সিটিজেন ও UK ভ্রমণের যোগ্য আইরিশ বাসিন্দাদের জন্য ETA লাগবে না। তবে 16 বছরের অধিক বয়স্ক আইরিশ সিটিজেনদেরকে ভ্রমণের সময় পাসপোর্টের পাশাপাশি নিম্নোক্ত যে কোনো একটি ডকুমেন্ট এর অরিজিনাল কপি সাথে রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়:

– আইরিশ ড্রাইভার লাইসেন্স অথবা লার্নার পারমিট
– মেডিকেল অথবা জিপি ভিজিট কার্ড
– ইউরোপীয় রেসিডেন্ট পারমিট
– আইরিশ রেসিডেন্ট পারমিট
– পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট
– জাতীয় এইজ কার্ড
– ডিপ্লোমেটিক আইডি কার্ড

এয়ারপোর্টের র‍্যানডম চেকে উপরোক্ত ডকুমেন্ট চাইতে পারে। তবে আইরিশ নাগরিক এবং রেসিডেন্ট ব্যতীত অন্যান্য ইউরোপীয় দেশ থেকে UK তে ভ্রমণ করতে বাধ্যতামূলক ETA থাকতে হবে।

তবে নন-আইরিশ যারা বর্তমানে আয়ারল্যান্ডের বাসিন্দা (বিশেষ করে EU এবং US সিটিজেনের জন্য) এবং UK তে ভ্রমণের জন্য ভিসা লাগবে না তাদের ETA লাগবেনা, তবে উপরোক্ত প্রুপ অফ রেসিডেন্সের যেকোনো একটি ডকুমেন্ট থাকলেই হবে।

যদিও নর্দান আয়ারল্যান্ডে বর্ডার অতিক্রমে সিকিউরিটি চেক নেই, তবুও প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিয়ে নর্দান আয়ারল্যান্ড গমনে পরামর্শ প্রদান করা হয়।

ঝামেলা এড়াতে ভ্রমণের প্রারম্ভে সবাইকে নতুন নিয়মের ব্যাপারে অবগত থাকা গুরুত্বপূর্ণ।

যাদের ETA দরকার হবে তারা UK বর্ডার এজেন্সির অ্যাপের মাধ্যমে করতে পারেন। এছাড়াও এই অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেনঃ ETA আবেদন লিংক

ওমর এফ নিউটন
বার্তা সম্পাদক
আইরিশ বাংলা টাইমস

Facebook Comments Box