৮ই জুন সোমবার থে‌কে আয়ারল্যান্ড লকডাউন বিধিনিষেধ দ্বিতীয় প‌র্বে উন্নীত হতে পারে

0
782

এস এ রব: প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন প্রাণঘাতী কোভিড -১৯ মোকা‌বেলায় গৃহীত সরকা‌রের জরুরী বিধিনিষেধ নীাতমালার অংশ হি‌সে‌বে ৮ই জুন সোমবার থে‌কে আয়ারল্যান্ড দ্বিতীয় প‌র্বে উন্নীত হবার প‌থে র‌য়ে‌ছে ব‌লে তি‌নি উ‌ল্লেখ ক‌রে‌ন ।

আজ মন্ত্রিপরিষদের বৈঠকের পর বক্তব্য রাখ‌তে গি‌য়ে মিঃ ভারাদকর বলেন, বিষয়টি নি‌য়ে পরের সপ্তাহে মন্ত্রীরা আবার আলোচনা করবেন। ত‌বে তিনি বলেন যে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ‌্যা নিম্মগা‌মি হওয়ায় আশ্বস্ত হওয়া যা‌চ্ছে যে আমরা স‌ঠিক প‌থে এগু‌চ্ছি ।

সামা‌জিক বিধিনিষেধগুলি স্বাচ্ছন্দ ভা‌বে পালন করার মাধ‌্যমে সরকা‌রের গৃহীত পদক্ষেপগুলি কার্যকর হচ্ছে কিনা তা জানার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগে ব‌লে তিনি উ‌ল্লেখ ক‌রে ব‌লেন যে, আমরা দ্বিতীয় ধাপে যেতে পারি কিনা তা নির্ধারণের আগে এ‌টি পুনমূল‌্যায়ন করা হ‌বে ।

মিঃ ভারাদকর আরোও বলেন যে , দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মকে এক মিটারে হ্রাস করা যায় কিনা তা নি‌য়ে খুব শীঘ্রই সরকা‌রের সিদ্ধান্ত জানা‌নো হ‌বে ।

তথ‌্য সূত্র : RTE NEWS

Facebook Comments Box