২০১১ সা‌লের বিশ্বকাপ ফাইনাল ভারতের কা‌ছে বি‌ক্রি ক‌রে‌ছি‌লো শ্রীলংকা !

0
802


২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছিলো বলে গণমাধ্যমকে জানিয়েছেন তখনকার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। 

গত ১৮জুন  বৃহস্পতিবার  সিরিসা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকা‌রে তিনি বলেন যে, “আজ বলছি আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছি। আমি তখনকার ক্রীড়ামন্ত্রী ছিলাম। আর এই কথাটা আমি বিশ্বাস করি”।


ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা বলেন, ২০১১ তে আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করেছি। এতোদিন সেই ঘটনার কথা ফাঁস করিনি। মনে হচ্ছে এখন এটা নিয়ে কথা বলা যায়। খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে কিছু জায়গা জড়িত ছিল।
তিনি আরও বলেন, ওই ম্যাচ হওয়ার পর থেকেই একে ঘিরে নানা গুঞ্জন, জল্পনা চলে আসছে ক্রিকেট বিশ্বে। সেদিনের ম্যাচে লংকান ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে।


সে সময় ম্যাচটি পাতানো হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন খোদ শ্রীলংকার ’৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ওই ম্যাচে  ধারাভাষ্যের  দা‌য়ি‌ত্বে ছি‌লেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে রানাতুঙ্গা বলেছিলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত হওয়া উচিত। আমি মনে করি না শ্রীলঙ্কাকে এতো সহজে হারাতে পারত ভারত।


এস,এ,রব   সূত্র : আর্ন্তজাতিক গণমাধ‌্যম

Facebook Comments Box