১৭ কারণে ৫ কিলোমিটারের বাইরে যাওয়া যাবে নতুবা €100 জরিমানা

0
838

[মশিউর রহমান। অনলাইন নিউজ ডেস্ক। আইরিশ বাংলা টাইমস।]

১৭ কারণে ৫ কিলোমিটারের বাইরে যাওয়া যাবে নতুবা €100 জরিমানা গুনতে হবে।

এইমুহুর্তে কোভিড-১৯ এর লকডাউনের কারনে ৫ কিলোমিটারের বাইরে যাতায়ত নিষিদ্ধ রয়েছে। আইরিশ পুলিশ যে কোনও গাড়িচালককে জরিমানা করতে পারে যদি তারা তাদের নির্ধারিত এলাকা ছেড়ে গাড়ীতে করে ড্রাইভিং বা ভ্রমন করতে দেখা যায়।

দুই সপ্তাহ আগে on-the-spot জরিমানা কার্যকর করা হয়েছে তবে জানুয়ারীর ১১ তারিখ থেকে €১০০ ইউরো জরিমানা ধার্য করার পর তেকে এখন পর্যন্ত প্রয়োজন ছাড়া ৫ কিলোমিটারে বাইরে গাড়ী চালানোর কারনে ২,৪০০ জনের বেশি মানুষকে জরিমানা করা হয়েছে।

শুধু মাত্র গত রবিবার পুলিশ ৯০৯ জনকে জরিমানা করা হয় এবং আরো প্রায় ৬৪৫ টি জরিমানা বর্তমানে প্রক্রিয়াগত আছে।

সারা আয়ারল‌্যান্ডে আইরিশ পুলিশ জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিবিধানগুলি কার্যকর করন নিশ্চিত করেতে ও পর্যবেক্ষন করতে টহলরত আছে এবং দেশজুড়ে সড়ক মহাসড়কের উপর তাদের দৃশ্যমান চেকপয়েন্ট গুলি বাড়তি শতর্কতা নিয়ে কাজ করে যাচ্ছে।

আগামী ৫ মার্চ পর্যন্ত সার আয়ারল‌্যান্ডে কোভিড-১৯ এর লেভেল ৫ লকডাউন জারি আছে। এই বিধিনিষেধের ভিতর লোকজনকে ৫ কিলোমিটারের মধ্যে থাকতে বলা হচ্ছে এর বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে, নাগরিক তথ্যে ভান্ডারের একটি ওয়েবসাইটে নীচের তালিকাটি দেওয়া হয়েছে, যদি কাউকে কোন কারনে ৫ কিলোমিটারের বাইরে যেতেই হয় তখন এই তালিকার অর্ন্তভুক্ত যুক্তিসঙ্গত কারনগুলি কোন একটির সাথে গ্রহন যোগ‌্য হতে হবে:

১.বাড়ি থেকে কাজ করতে না পারলে কাজের উদ্দেশ্যে ভ্রমণ।
২.কোনও দুর্বল ব্যক্তিকে যত্ন প্রদান করা বা পারিবারিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অংশ নেওয়া।
৩.কৃষিকাজ এবং অন্যান্য কৃষি কার্যক্রম।
৪.স্কুলে যাওয়া বা আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে আসা।
৫.এমন কলেজে যাওয়া যেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া প্রয়োজন।
৬.শিশুর যত্ন চিকিৎশা বা পরিষেবা দিতে।
৭.বাচ্চাদের কোন সুবিধা বা সুব্যবস্থার অংশ হিসাবে আপনার বাচ্চাদের দেখার জন্য ভ্রমণ।
৮.কোনও চিকিত্সা বা ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টে যোগদান করা, বা কোনও ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা আপনার সাথে বাস করা কারও সাথে চিকিত্সা বা ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টে যেতে।
৯.আপনি যখন কাউকে কোনও সহযোগীতা করতে অন্য ব্যক্তির বাড়িতে যান।
১০.নিজের জন্য বা আপনার পক্ষে দূর্বল ব্যক্তির বাঁচার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিতে যাচ্ছেন।
১১.রক্ত দান করা।
১২.পশুচিকিত্সা করাতে যাচ্ছেন।
১৩.বিয়ে বা জানাজায় যাচ্ছেন।
১৪.আদালতে যেতে, আপনার জামিনের নির্দেশ মেনে চলা, জরুরি আইনী কার্যক্রম শুরু করতে আদালত অফিসগুলিতে উপস্থিত হওয়ার জন‌্য যান।
১৫.যেখানে প্রয়োজন সেখানে আবাসন সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়।
১৬.আপনি সাধারণত অন্য কোনও দেশে বাস করলে আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য বিমানবন্দর বা বন্দরে ভ্রমণ করেন।
১৭.নির্যাতন থেকে বাঁচা বা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন‌্য যদি আপনি ৫ কিলোমিটারের বাইরে নিরাপদ যায়গায় যেতে চান।

তথ‌্যস‌্যত্র: https://www.irishmirror.ie/news/irish-news/list-17-reasons-you-can-23423940

Facebook Comments Box