১৭,০০০ অভিবাসীদের আইরিশ রেসিডেন্সি দেওয়ার ঘোষনা

0
968

আইরিশ ইতিহাসে র্সবোচ্চ সংখ‌্যক অবৈধ অভিবাসীদের আইরিশ রেসিডেন্সি পারমিট দেওয়ার ঘোষনা দিয়েছে আয়ারল‌্যান্ড সরকার । বলা হয়েেছে সতের হাজার অবৈধ অবাসীদের আইরিশ রেসিডেন্সি পারমিট দেওয়া হবে।

এরই মধ‌্যে তিন হাজার শিশু সহ ১৭,০০০ বৈধ কাগজপত্র বিহীন অভিবাসিদের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি পারমিট দেয়ার জন‌্য আইরিশ আইন মন্ত্রনালয় থেকে দৃঢ় সমর্থন দেওয়া হয়েছে।

আইরিশ আইন ও বিচারমন্ত্রী “হেলেন ম্যাকে​ন্তি” বলেছেন তিনি প্রায় ১৭০০০ অনিবন্ধিত অভিবাসীদের রেসিডেন্সির পার্মিট বা অনুমতি দেওয়ার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন।

সরকার সম্প্রতি প্রায় ২,২০০ জন প্রাক্তন ইংরাজী ভাষা শিখতে আসা স্কুল ছাত্রদের ভিসা শেষ হওয়ার পরেও আয়ারল‌্যান্ডে চাকরিতে যোগ দেওয়ার জন্য থাকার অনুমতি দিয়েছে।

আইরিশ আইন ও বিচারমন্ত্রী “হেলেন ম্যাকে​ন্তি” এক প্রশ্নের জবাবে আরো বলেন বর্তমান সরকার আইরিশ ইতিহাসের সবচাইতে বেশি সংখ‌্যক যা কিনা ১৭,০০০ অনিবন্ধিত অভিবাসীদের রেসিডেন্সি পারমিট দেওয়ার এক “নিয়মিতকরণ” প্রকল্পের প্রস্তুতি নিয়েছে।

তথ‌্যসুত্র: https://www.businesspost.ie/ireland/minister-to-give-residency-permits-to-17000-migrants-063ebc66

Facebook Comments Box