হ‌্যাপি নিউ ইয়ার 2021

0
1049

“নবীন প্রভাতের নতুন আলোকে,
স্বাগত জানাই এই ধরণী লোকে।”

আইরিশ বাংলা টাইমস পত্রিকার পক্ষ থেকে আমাদের সকল পাঠক পাঠিকা ও সকল শুভানুধ্যায়ীদের জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। মহামারী করোনার মধ্য দিয়েই 2020 পেরিয়ে 2021 চলে এলো। 2020 সালে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। সময় এসেছে এবার নতুন করে পেছনের সকল দুঃখ বেদনা ভুলে 2021 কে সাজিয়ে তোলার।
সবার জীবন হোক সুন্দর, ছন্দময়,নিরাপদ এবং সকলের সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভাল থাকুন আর থাকুন “আইরিশ বাংলা টাইমস” পত্রিকার সাথে

Facebook Comments Box