হজ্জ পূর্ণার্থীদের সংখ্যা হ্রাসের ঘোষণা

0
964

এ বছরও শুধুমাত্র স্থানীয়দের হজ করার অনুমতি দেবে সৌদি আরব, বিদেশীরা যেতে পারবেন না।

ব্যয়সাপেক্ষ, হজব্রত পালনের জন্য দৈহিকভাবে সক্ষম হতে হয় এবং শক্ত-সামর্থ মুসলমানদের জীবদ্দশায় তা আবশ্যকীয় বলে ধার্য করা হয়েছেI

সৌদি আরব, শনিবার ঘোষণা করেছে এ বছর শুধুমাত্র স্থানীয় লোকজন হজ্জ অনুষ্ঠানে যোগ দেবেন এবং কভিড মহামারীর কারণে তা ৬০,০০০ এ সীমাবদ্ধ রাখা হবেI

সৌদি আরবের হজ্জ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে জুলাই মাসের মাঝামাঝি অনুষ্ঠিতব্য বার্ষিক হজ্জ পালন অনুষ্ঠানে ১৬ থেকে ৬৫ বছর বয়সীরা অংশ নেবেনI হজ্জ দপ্তর জানায় অংশগ্রহণকারীদের ভ্যাকসিন গ্রহণের কাগজপত্র দেখাতে হবেI

এক বিবৃতিতে হজ্জ দপ্তর জানায়, প্রতি বছর সৌদি আরব পূর্ণার্থীদের স্বাগত জানিয়ে থাকেI তবে স্বাস্থ্য, পূর্ণার্থীদের নিরাপত্তা এবং তাদের দেশের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে, এই ব্যবস্থা নেয়া হচ্ছেI

প্রতি বছর, আনুমানিক ২০ লক্ষ মুসলমান হজ্জ পালন অনুষ্ঠানে যোগ দিতে মক্কা সফর করেনI ব্যয়সাপেক্ষ, হজব্রত পালনের জন্য দৈহিকভাবে সক্ষম হতে হয় এবং শক্ত-সামর্থ মুসলমানদের জীবদ্দশায় তা আবশ্যকীয় বলে ধার্য করা হয়েছেI

Facebook Comments Box