স্পেনে বাড়লো লকডাউনের মেয়াদ

0
764

স্পেনের জাতীয় সতর্কতার মেয়াদ ২৪ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে করোনায় বিপর্যস্ত স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন ও ফলপ্রসু হলে জুন মাসের শেষের দিকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে স্পেন।মারণব্যধি করোনা ভাইরাস এর কারণে স্পেনে আরোপিত কড়াকড়ি কিছুটা শিথিল করা হলেও সামাজিক দূরত্বের বিধানসহ কিছু বিধিনিষেধ বা লকডাউন থাকছে । গত বুধবার কংগ্রেসে এ সংক্রান্ত ‘হ্যাঁ’-‘না’ ভোটের জয়ী হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এছাড়াও স্পেনে করোনা মহামারির প্রথম পর্যায়ের সমাপ্ত ঘোষণা করেছেন তিনি।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, জনগণ এতদিন নিয়মবিধি মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে। আগামীতেও মানুষের আচরণের ওপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে।

Facebook Comments Box