সাজফা মনির জন্মদিনে কবিতা – সাজেদুল চৌধুরী রুবেল

0
1049
Shajifa Chowdhury

সাজফা মনির জন্মদিনে কবিতা 
সাজেদুল চৌধুরী রুবেল


 

সাজফা মনির জন্মদিন আজ দিল পা সাতে
আনন্দ সব বন্দি যেনো করোনারই হাতে
হয়নি পালন দিনটি তার জাঁকজমকের সাথে
বেঁচে আছি সেই ঢের তবু মাছে ভাতে।

সাজফা মনির মলিন মুখ হবে একদিন দূর
হ্যাপি বার্থ ডে বলে সেদিন তুলবে সবাই সুর
মিনতি আজ সবার কাছে দোয়া তার জন্য
হয়ে যেনো উঠে সে এক মানুষ অনন্য।

লিমরিক
১২ জানুয়ারী

Facebook Comments Box