সাইবার হামলায় আয়ারল্যান্ডের স্বাস্থ্য খাতে বিপর্যয়

0
929

সাইবার হামলায় আয়ারল্যান্ডের স্বাস্থ্য খাতে বিপর্যয়।
অনলাইন ডেস্ক:

আয়ারল্যান্ডের স্বাস্থ্য সেবা খাতের অপারেটররা তাদের সব আইটি সিস্টেম গত সপ্তাহের শুক্রবার থেকে বন্ধ রেখেছে। সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব আইটি সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় আয়ারল্যান্ড জুড়ে ডায়াগনস্টিক সেবা ব্যাহত হয়েছে এবং হাসপাতালগুলোকে বহু অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছে।

হামলার আশঙ্কার কারণে আয়ারল্যান্ডের করোনাভাইরাস টিকা কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি। তবে দেশটির জাতীয় ও স্থানীয় পর্যায়ে আইটি সিস্টেমে সাইবার হামলার নেতিবাচক প্রভাব পড়েছে। আয়ারল্যান্ডের প্রধান স্বাস্থ্য সেবা নির্বাহী এ তথ্য জানিয়েছেন।

প্রধান নির্বাহী পল রেইড জানান, তারা গত সপ্তাহের শুক্রবার সকালের দিকে হামলার বিষয়টি সম্পর্কে অবগত হন। যতটুকু সম্ভব তথ্য সুরক্ষার জন্য পূর্ব সতর্কতার অংশ হিসেবে পুরো আইটি সিস্টেম বন্ধ রাখা হয়েছে। এ আক্রমণে অন্যান্য সেবা খাতে কেমন প্রভাব পড়তে পারে তা যাচাই করে দেখা হচ্ছে।

Facebook Comments Box