সফল গান – সাজেদুল চৌধুরী রুবেল

ব্যথিত হৃদয়ের ভূভাগ থেকে সাফল্যের রূপকার সিসেবে খ্যাত এক বন্ধুকে ভালোবাসার সাহসী শব্দগুচ্ছ

0
297
আচমকা ঝড় এসে কখনো কখনো
লন্ডভন্ড করে দেয়
জীবনের ধারাপাত। গতির ভেতরে
প্রতিগতি হয়ে
দমিয়ে দিতে চায়
রকেট গতিতে এগিয়ে চলা
ঈর্ষনীয় সাফল্যের ইতিহাসকে।
ঝড় আসে, ঝড় যায়
ধ্বংসযজ্ঞের বুকে রচিত হয় আবারও নতুন পৃথিবী
মানুষ হিম্মত আর আত্মবিশ্বাসের অধিকার নিয়ে
পথচলা শুরু করে
ধূসর পাখির স্বভাবে সাজায় স্বপ্ন কুটির।
মোহিনী নীলিমায় জ্বলজ্বল তারাদের মতো
জীবনকে আবারও পুস্পময় করে তোলে অমোঘ মহিমায়।
ঝড় কখনও স্থায়ী হয়না। হতে পারেনা।
ঝড়ের আজরাঈল ঝড়কে বধ করে দেয়
ঠিক সময়মতো। এটা নিয়তির নিয়মে প্রাকৃতিক….
কিন্ত ক্ষণিকের ঝড়ে বিধ্বস্ত
বৈরী সময়ের সুযোগ নিয়ে
জিঘাংসায় কাতর বিকারগ্রস্থ কেউ কেউ যখন
হাততালি দেয়, ইতর চোখে হিংসার হাসি ফুটিয়ে
প্রকাশ করে এদের প্রকৃত পরিচয়
আমার বেশ করুণা হয় তখন। জীবনের শেষ বিকেলে এসেও
এরা ঘোড়ার ডিম হয়েই বসে রইলো! কোনোদিন
গাইতে পারলোনা-
ভালোলাগার, ভালোবাসার সফল গান।
কবিঃ সাজেদুল চৌধুরী রুবেল
Facebook Comments Box