সংবাদ বিজ্ঞপ্তি: স্বাধীনতার “সুবর্ণ জয়ন্তী” উৎসব আয়ারল্যান্ড ২০২১

0
1820

স্বাধীনতার “সুবর্ণ জয়ন্তী” উৎসব আয়ারল্যান্ড ২০২১:

সন্মাানীত সুধীবৃন্দ, আগামী ২৬শে মার্চ ২০২১ শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটে আয়ারল্যান্ড বাংলাদেশী কমিউনিটির সকলের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে Zoom এর মাধ্যমে ভার্চুয়াল “সুবর্ণ জয়ন্তী” উৎসব উদযাপিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানটিতে Zoom-এ মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরােধ করা যাচ্ছে। এছাড়াও অনুষ্ঠানটি All Bangladeshi Association of Ireland (Abai ireland) facebook পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

মূল উৎসব:
তারিখ: ২৬শে মার্চ, রােজ শুক্রবার
সময়; বিকেল ২:৩০ মিঃ থেকে

উৎসবে থাকছে:
ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায় জনাব সামসুল হক। এছারাও থাকছে শিশু কিশােরদের অংশগ্রহণে ছড়া, কবিতা, গান সহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান আরো থাকছে প্রবাসী বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে কবিতা ও দেশের গানের অনুষ্ঠান।

মুল আকর্ষন:
বাংলাদেশী প্রখ্যাত সঙ্গীত শিল্পী তপন চৌধুরী এবং হৈমন্তী রক্ষিত দাস অংশগ্রহণে সারাসরি সঙ্গিতানুষ্ঠান
(Virtual Live Concert)

আলোচনা অনুষ্ঠান:
প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের উপর মনােজ্ঞ আলােচনা অনুষ্ঠান।

আরাে থাকছে বিশেষ কুইজ প্রতিযােগিতা:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসবের অংশ হিসেবে ২১শে মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিবারের অংশ গ্রহণেবিশেষ কুইজ প্রতিযােগিতা।

অনুষ্ঠান আহ্বায়ক:
মােহাম্মদ মোস্তাফা। সৈয়দ মোস্তাফিজুর রহমান। ডাঃ জিন্নুরাইন জায়গীরদার।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসব আয়ারল্যান্ড ২০২১ অনুষ্ঠানটির গর্বিত স্পন্সর:
BD Seafood
BD Seafond Lnd heland

Facebook Comments Box