প্রেস বিক্ষপ্তি
——————
গত ২২ নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ১ঃ৩০ মিনিটের সময় লেটারকেনী Small King রেস্টুরেন্টে, ডোনেগাল বাংলাদেশীদের নিয়ে গঠিত “ Irish Bangla Association Of Donegal” এর উদ্যোগে এক জরুরী সভা এসোসিয়েশনের সভাপতি জনাব মুহিব আজাদের সভাপতিত্বে এবং সহ সভাপতি সাংবাদিক বেলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ক্বারী হোসাইন আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় গুরুত্নপূর্ন কিছু সিদ্ধান্তবলী গৃহিত হয়।
প্রথম সিদ্ধান্ত ঃ-
——————-
ছোট বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার বিষয়ে সকলে ঐক্যমত পোষন করেন।
দ্বিতীয় সিদ্ধান্তঃ-
———————
আগামী ২০ ডিসেম্বর এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে ডোনেগালে স্থায়ীভাবে বসবাসরত সকল বাংলাদেশীদের উপস্হিতিতে, এবং সকলের মতামতের ভিত্তিতে (প্রত্যক্ষ ভোটের মাধ্যমে) “আইরিশ বাংলা এসোসিয়েশন অফ ডোনেগাল” এর পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
তৃতীয় সিদ্ধান্তঃ-
——————-
আগামী ২৫ ডিসেম্বর লেটারকেনী Small King রেস্টুরেন্টে কাউন্টি ডোনেগালে বসবাসরত সকল বাংলাদেশীদের নিয়ে একটি পরিচিতি সভা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে।
২৫ তারিখের ওয়াজ মাহফিলকে বাস্থবায়ন নিয়ে আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার পুনরায় একটি সভা স্থানীয় small king রেস্টুরেন্টে অনুষ্ঠিত হইবে বলে সকলে ঐক্যমত পোষণ করেন।
সকলের ঐক্যমতের ভিত্তিতে আলোচ্যসূচী অনুযায়ী উপরোক্ত সিদ্ধান্তবলী গৃহীত হয়।
সভাশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।
আলোচনায় সুন্দর মতামত ও ভবিষ্যৎ প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা সভায় উপস্থিতিত ছিলেন উপদ্রষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ,কার্যকারী কমিটির সদস্য বৃন্দ, ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।
এর সভায় উপস্থিত থেকে আলোচনা সভাকে প্রাণবন্ত করে তুলেছেন সম্মানিত
বিশিষ্ট ব্যবসায়ী জনাব লুৎফুর রহমান সাহেব
জনাব প্রভাষক আব্দুস শহীদ সাহেব
মৌলানা তাজুল ইসলাম সাহেব
বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুস শহীদ সাহেব
কমিউনিটির বিশিষ্ট মুরব্বি আব্দুল মনাফ সাহেব
বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক সাহেব
শাহিন আহমদ
মোহাম্মদ সেলিম উদ্দিন
জিয়াউল হক জিয়া
আব্দুল্লাহ পাটোয়ারী
আসাদ আহমদ
জাকারিয়া আহমদ তানিম
নাসিম আহমেদ
শাহজাহান আহমেদ
শাহিন মিয়া
মাজহারুল ইসলাম মিয়া ফারুক
ইফতেখার হাসান সামি
পারভেজ আহমদ
সাহান আহমদ বাবুল সাহেব প্রমুখ