গত মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে। জাতীয়তার অন্যতম সনদপাসপোর্ট শক্তি বা মূল্যায়নের উপর ভিত্তিতে প্রতিবছর সারণী তালিকা প্রকাশ করে হেনেলি পাসপোর্ট ইনডেক্স।
এই সারণীতে আয়ারল্যান্ড অন্য চারটি দেশের সাথে যুগপৎভাবে ৬ নাম্বারে রয়েছে। কিন্তু বাংলাদেশের অবস্থান ২০২০ সালের চাইতেও তিন ধাপ অবনতি হয়েছে। ফলে সবুজরঙা পরিচয়পত্রের ঠাঁই হয়েছে ১০১তম স্থানে। এর ফলে কোন ভিসা ছাড়াই আইরিশ পাসপোর্ট দিয়ে গমন করা যাবে ১৮৬ টি দেশে, আর বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ৪১ টি দেশে গমন করা যাবে।
এবছরও, টানা চতুর্থ বছরের মতো পাসপোর্টের এই সূচকে জাপান ধরে রেখেছে শীর্ষস্থান। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে ১৯১টি দেশে। অন্যদিকে গতবারের মত সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে আফগানিস্থানের পাসপোর্টকে।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তিনটি দেশ এশিয়া মহাদেশের।
পাসপোর্ট মূল্যায়নে অন্যতম মানদণ্ড হিসাবে আগে থেকেই ভিসা ছাড়াই সরাসরি কোন দেশ ভ্রমণের ক্ষমতাকে গুরুত্ব দেয় হেনেলি।পৃথিবীর ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
২০২১ সালের প্রথম ১০ পাসপোর্টধারী দেশগুলো হচ্ছে:
১. জাপান (ভিসামুক্ত ভ্রমণ ১৯১টি দেশে)
২. সিঙ্গাপুর (১৯০)
৩. দক্ষিণ কোরিয়া ও জার্মানি (১৮৯)
৪. ইতালি, ফিনল্যান্ড, স্পেন, লুক্সেমবার্গ (১৮৮)
৫. ডেনমার্ক, অস্ট্রিয়া (১৮৭)
৬. আয়ারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, (১৮৬)
৭. সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, বেলজিয়াম, নিউজিল্যান্ড (১৮৫)
৮. গ্রীস, মাল্টা, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া (১৮৪)
৯. কানাডা (১৮৩)
১০. হাঙ্গেরি (১৮১)
২০২১ সালের শেষ ১০ পাসপোর্টধারী দেশগুলো হচ্ছে: