লিমেরিকে বজ্রপাতে ঘরে আগুন

0
587

কাউন্টি লিমেরিকের বালিহাহিল নামক স্থানে আজ সন্ধ্যায় বজ্রপাতের আঘাতে একটু ঘরে আগুন লেগে যায়। সেখানে জরুরি ভিত্তিতে সেবা প্রদানের উদ্দেশ্যে কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার সার্ভিস ছুটে যায়। লিমেরিক, নিউ ক্যাসল ওয়েস্ট, ফয়েন্স, রাথকেলসহ নয়টি ইউনিট সেবা প্রদান করতে এগিয়ে যায়।

ওই ঘরটিতে জনমানব পূর্ণ থাকলেও কারো কোন ক্ষতি হয়নি।

স্ট্রম ফ্রাঙ্কলিনের তীব্র বাতাসের ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে, তবে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

লিমেরিক কাউন্টিতে রাত ৯ টা পর্যন্ত এখনো হলুদ সংকেত জারি রয়েছে।

 

Facebook Comments Box