রোহিঙ্গা শিবিরে আগুনের লেলিহান শিখা, শতাধিক ঘর ভস্মীভূত

0
755
আগুনের লিলিহান শিখায় ভস্মীভূত টেকনাফের রোহিঙ্গা শিবির

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে প্রায় ৫ শতাধিক ঘর।

বুধবার রাত দেড়টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ক্যাম্পের লোকজন প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ক্যাম্পের ৫ শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ই-ব্লকের সবকটি ঘর পুড়ে গেছে। এখানে প্রায় সাড়ে ৫০০ ঘর ছিল।

রোহিঙ্গা শিবিরে আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। তবে কেউ বলছেন গ্যাসের চুলা থেকে, আবার কেউ বলছেন লাকড়ির চুলা থেকে, আবার কারও মতে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের গোলাগুলির খবর পাওয়া যায়। প্রতিহিংসার জের ধরে কেউ আগুন লাগিয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।

Facebook Comments Box