রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনা চরমে

0
810

রাশিয়ার সরকারের বিরোধী নেতা আলেক্সাই নাভালনির গ্রেফতার ও কারাদণ্ড ঘিরে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলির সম্পর্কের মারাত্মক অবনতি হতে দেখা গিয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। 

এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, ‘’রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মস্কো প্রস্তুত’’। 

লাভরভ আরও বলেন, ‘আমরা বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চাই না। কিন্তু আমরা এটি করতে প্রস্তুত। আপনি যদি শান্তি না চান, তবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিন।’

এদিকে লাভরভের বক্তব্যকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্লিনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এই বিবৃতি ‘উদ্বেগজনক ও অবোধগম্য’।

পাল্টাপাল্টি বাক বিতণ্ডার মাঝে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যকার সম্পর্কে এক বৈরিতা সৃষ্টি হয়েছে। 

Facebook Comments Box