যুদ্ধের দামামা – ওমর এফ নিউটন

0
413

হা রে রে রে আসছে তেড়ে উগ্র বালক পুতিন রে
পায়রার খোঁপে ঢুকল দেখো রাক্ষুসে ওই শকুন যে,
সেই কবে যে উধাও হল মঙ্গোলিয়ান, বার্বারিয়ান
প্রেতাত্মা বেশে উঠল ভেসে বর্বরিও রাশিয়ান,
চুপটি করে ঘুপটি মেরে বসে আছে আম্রিকান 
রক্তের দাগ যে তারও হাতে বলি হল ইরাক, আফগান; 
ভারত চায়না, চায়নাও চায়না, দিতে চায়না মৌচাকে ঢিল
ইউরোপও ভাবছে বসে এ যেন এক মস্ত ডিল,
চুনোপুঁটি দেশগুলো সব ভেবে ভেবে দিশেহারা
কার পক্ষে গিয়ে শেষে কার যে লাগে আঁতে ঘা।

কেউ কারো নয় এই ধরাতে বুঝল এবার ইউক্রেন
না থাকলে গায়ের জোর স্বাধীনতাও যে মূল্যহীন,
আঁতকে উঠে বোমার আঘাতে অবুঝ শিশু মাঝ রাতে
ভুল কি সে করল শেষে জন্ম নিয়ে এ ধরাতে।

Facebook Comments Box