যাচাই বাছাই এবং প্রার্থীদের প্রত্যাহার পর্বের সমাপ্তি – সর্বশেষ তালিকা

আবাই সাধারণ নির্বাচন-২০২২

0
376

১৫ই জুলাই ২০২২ ছিল অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। তিনজন প্রার্থী ব্যতিরেকে নির্বাচন কমিশন বাকি ৪২ জন প্রার্থীর নতুন তালিকা প্রকাশ করে। 

৪২ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭ টি পদে মোট ৮ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। যার ফলে ওই ৭ টি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনী ব্যালটে থাকবেন না। সুতরাং বাকি ১৪ টি পদে ৩৪ জন প্রার্থীকে নিয়ে নির্বাচনের ব্যালট তৈরি হবে।

যে তিনজন প্রার্থী প্রত্যাহার করেন, উনারা হলেন; রাজিবুল হক গালিব (সহ সাধারণ সম্পাদক), সৈয়দ রাসেল এস. রব (সাংগঠনিক সম্পাদক), মোঃ মতিন ব্যাপারী (সহ প্রকাশনা সম্পাদক)।

যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন, উনারা হচ্ছেন যথাক্রমেঃ মোঃ মতিউর রহমান (সহ সাংগঠনিক সম্পাদক), আবদুল জলিল (সহ সাংগঠনিক সম্পাদক), মোঃ সারোয়ার মোরশেদ (দপ্তর সম্পাদক), কবির আহমদ (প্রকাশনা সম্পাদক), জুবায়ের আহমেদ (সহ প্রকাশনা সম্পাদক), মোসাম্মৎ শম্পা লিলি (মহিলা কল্যাণ সম্পাদিকা), শিরিন আক্তার (সহ মহিলা কল্যাণ সম্পাদিকা) ও মোঃ রুহুল আমিন (শিক্ষা বিষয়ক সম্পাদক)।

বাকি প্রার্থীরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনাদের তালিকা নিম্নরূপঃ

পদের নাম পদের সংখ্যা প্রতিদ্বন্দ্বী প্রার্থী
সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

সৈয়দ মোস্তাফিজুর রহমান

সহ-সভাপতি মনিরুল ইসলাম (মনির)

শাহীন রেজা

আজিজুর রহমান (মাসুদ)

কাজী শাহ আলম

মোঃ বদরুল ইসলাম

জালাল আহমেদ ভুঁইয়া

মোঃ গোলাম নবী বাবুল

সাধারণ সম্পাদক আনোয়ারুল হক (আনোয়ার)

মোঃ সোলায়মান মিয়া (রনি)

সহ-সাধারণ সম্পাদক শাহ্‌ আজমল হোসেন

মাহমুদুল হাসান চৌধুরী সোহেল

এস এম হাসান

সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক জুয়েল

আলমগীর রাহিম

সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান

আবদুল জলিল

কোষাদক্ষ মোহাম্মদ তাউছমিয়া তালুকদার

মোঃ আব্দুর রশিদ (সবুজ)

সহ-কোষাদক্ষ মজিবুল হক

মোহাম্মদ সিদ্দিক

দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার মোরশেদ
প্রকাশনা সম্পাদক কবির আহমদ
সহ-প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমেদ
সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার বড়ুয়া

তারেক মাহমুদ ইকবাল

সহ-সাংস্কৃতিক সম্পাদক আভি অজিতাভ রয়

মোঃ শরিফুল আলম ভূঞা (জেনন)

ক্রীড়া সম্পাদক মোতালেব হোসেন

রাব্বি খান

ধর্মীয় সম্পাদক মোজাম্মেল হক

আল আমিন হোসেইন

সহ-ধর্মীয় সম্পাদক মোঃ লোকমান হোসেন

ফিরোজ আহমেদ (হিরণ)

মহিলা কল্যাণ সম্পাদিকা মোসাম্মৎ শম্পা লিলি
সহ-মহিলা কল্যাণ সম্পাদিকা শিরিন আক্তার
আইটি সম্পাদক মোঃ ইউসুফ

মোঃ নজরুল ইসলাম

সমাজকল্যাণ সম্পাদক মোঃ দুলাল আহমেদ

মজিবুর রহমান

শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন

 

নির্বাচন কমিশন সকল প্রার্থীকে শুভেচ্ছা এবং শুভ কামনা জ্ঞাপন করেন। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও সফল নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করে।

যে কোন ধরণের উপদেশ, পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যেকোন ধরণের অভিযোগ নির্বাচন কমিশনকে লিখিত আকারে প্রদান করতে হবে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন অভিযোগসমূহের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে। যেকোন ধরণের প্রশ্ন যেকোন নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনের কাছে যে কোন সময় রাখা যাবে।

নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। খুশির খবর এই যে, ভোটার রেজিস্ট্রেশনও বেড়েছে উল্লেখযোগ্য হারে। যারা এখনো ভোটার রেজিস্ট্রেশন করেন নাই, দয়া করে http://www.abai.ie এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

Facebook Comments Box