
প্রেস রিলিজ
প্রিয় মৌলভীবাজারবাসী
আসসালামু আলাইকুম
দীর্ঘ বিরতির পর অদ্য ২০/১০/২০ রোজ মঙ্গলবার মৌলভীবাজার এসোসিয়শনের উদ্যেগে জুম মিঠিং অনুষ্ঠিত হয়েছে।পারিপার্শ্বিক ব্যস্ততা থাকা সত্বেও করোনাক্রান্ত এই সময়ে উক্ত মিঠিং এ যাহারা সংযুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে আহ্বায়ক কমিঠির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অদ্যকার মিঠিং এ সর্বসস্মতিক্রমে আগামী ০৩/১১/২০ ইংরেজী রোজ মঙ্গলবার ৩ ঘঠিকার সময় পরবর্তী জুম মিঠিং এর দিন ধার্য্য করা হয়েছে ।
আগামী মিঠিং এ সংগঠনের কমিঠি গঠন প্রক্রিয়া ও সংগঠনের গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে বলে অদ্যকার মিঠিং এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উপরউল্লেখিত বিষয়কে সামনে রেখে আগামী মিঠিং এ সকল সদস্যদের যথাসময়ে জুম মিঠিং এ সংযুক্ত হবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
অদ্যকার মিঠিং এ নিম্ম উল্লেখিত সদস্যরা উপস্হিত
ছিলেন ।
১) গোলাম নবী
২) সৈয়দ রেদওয়ান আহমেদ
৩) জামাল হোসেন
৪) জিতু মিয়া
৫) এস, এ, রব
৬) হাসান সানি
অনুরোধক্রমে
গোলাম নবী
আহ্বায়ক ও
আহ্বায়ক কমিঠির সদস্যবৃন্দ