মেয়াদ বাড়ছে স্পেন প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের

0
805
ছবিসুত্রঃ ইন্টারনেট , আইরিশ বাংলা টাইমস

প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের কারণে স্পেনে মেয়াদ বেড়েছে রেসিডেন্ট কার্ডসহ বিদেশিদের সব ধরনের ডকুমেন্টের। মানবিক দিক বিবেচনা করে এ–সংক্রান্ত স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অফিশিয়াল বুলেটিন (BOE)এর মাধ্যমে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে। সংকটের এ সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের দিকে , তারা এ সুবিধার আওতায় পড়বেন।


স্পেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (BOE) জানায়, স্পেনে বসবাসের অনুমতি কার্ডের (আড়াইগো) মেয়াদ বাড়ানো হয়েছে ছয় মাস। এ ছাড়া যারা স্পেনে রাজনৈতিক আশ্রয় এর আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্রের (রেড কার্ড) মেয়াদও বেড়েছে। যাদের রেড কার্ডের মেয়াদ আগামী ১৫ জুনের মধ্যে শেষ হবে, তাদের রেড কার্ডের মেয়াদ জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত বর্ধিত হয়েছে।

ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তার পরিমাণ ও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ,প্রাণঘাতী করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত। এর আগে স্পেনের সব ধরনের স্বাস্থ্যবিমার মেয়াদও বাড়ানো হয়।


স্পেনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি। ছবি: বিজ্ঞপ্তি
এ ছাড়া যেসব প্রবাসী বাংলাদেশে অবস্থানরত, তাঁরা স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে (third additional provision–এ বর্ণিত suspesnsion of administrative)–এর ডেডলাইনের রেফারেন্স প্রদান করার জন্য স্পেনের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্পেনেররাষ্ট্রীয়সংবাদমাধ্যম (BOE) জানায়, স্পেনেবসবাসেরঅনুমতিকার্ডের (আড়াইগো) মেয়াদবাড়ানোহয়েছেছয়মাস।ছাড়াযারাস্পেনেরাজনৈতিকআশ্রয়এরআবেদনকরেছিলেন, তাদেরসত্যায়নপত্রের (রেডকার্ড) মেয়াদওবেড়েছে।যাদেররেডকার্ডেরমেয়াদআগামী১৫জুনেরমধ্যেশেষহবে, তাদেররেডকার্ডেরমেয়াদজরুরিঅবস্থাশেষহওয়াপর্যন্তবর্ধিতহয়েছে।

ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তার পরিমাণ ও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ,প্রাণঘাতী  করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত। এর আগে স্পেনের সব ধরনের স্বাস্থ্যবিমার মেয়াদও বাড়ানো হয়।

এ ছাড়া যেসব প্রবাসী বাংলাদেশে অবস্থানরত, তাঁরা স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে (third additional provision–এ বর্ণিত suspesnsion of administrative)–এর ডেডলাইনের রেফারেন্স প্রদান করার জন্য স্পেনের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা  হয়েছে।

Facebook Comments Box