মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জরিমানা

0
884
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা

ফেইস মাস্ক পরিধান না করার অপরাধে ১৯০ ডলার জরিমানা গুনতে হয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা কে। তাঁকে ৬ হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি ছবিতে তাঁকে বৈঠক করতে দেখা যায়। কিন্তু তখন তাঁর মুখে মাস্ক ছিল না।

ব্যাংককের গভর্নর অশ্বিন কাওয়ানমুয়াং তাঁর সরকারি ফেসবুক অ্যাকাউন্ট পেজে লিখেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এটি নিয়মের লঙ্ঘন।’

প্রায়ুথ এ ঘটনায় ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের আরোপিত বিধিনিষেধের বিষয়ে তদন্ত করতে বলেছেন। অশ্বিন বলেন, কারণ সিটি হল (ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান দপ্তর) নিয়ম করেছে বাড়ির বাইরে গেলে সব সময় মাস্ক পরতে হবে। আর সে্ই নিয়ম মেনেই তাঁর (প্রধানমন্ত্রী) জরিমানা হয়েছে।

রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের ‍৪৮টি প্রদেশে মাস্ক পরার বাধ্যবাধকতার সময় বাড়ানো হয়েছে এবং নিয়ম আরো কঠোর করা হয়েছে। সেখানে এখন একমাত্র বসতবাড়ির ভেতর ছাড়া সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। এমনকি ব্যক্তিগত গাড়িতে একজনের বেশি আরোহী থাকলেও মাস্ক পরতে হবে।

Facebook Comments Box