মডার্নার কোভিড -১৯ ভ্যাকসিন ব্যবহারে অনুমোদনে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে,আইরিশ স্বাস্থ্যমন্ত্রী

0
887

মডার্নার( Moderna) কোভিড -১৯ ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদনে চুড়ান্ত সিদ্ধান্ত দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইরিশ স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে ইইউর মেডিসিন রেগুলেটর EMA মডার্নার কোভিড -১৯ টি ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

গত ডিসেম্বরে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের অনুমোদনের পরে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (EMA) গ্রিন লাইট প্রদানের মাধ‌্যমে Moderna কে দ্বিতীয় করোনভাইরাস ভ্যাকসিন হিসেবে অনুমোদন দিল।

আইরিশ স্বাস্থ্য মন্ত্রী স্টিফেন ডোনেলি গতকাল বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন যে, আয়ারল্যান্ড মডার্না ভ্যাকসিনের ৮৭৫০০০ ডোজ অর্ডার করেছে এবং তা চূড়ান্ত করা হচ্ছে।

তথ‌্যসুত্র:
https://www.thejournal.ie/european-medicines-agency-moderna-meeting-5317223-Jan2021/?utm_source=shortlink

Facebook Comments Box