মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাতে যাচ্ছে প্রথম কোন আরব দেশ

0
747

এস,এ,রব: জ্বালানি তেল ব্যবসা আর বিলাসী জীবনের বৃত্ত থে‌কে বে‌রি‌য়ে সংযুক্ত আরব আমিরাতের দৃষ্টি এখন মহাকাশের‌ দি‌কে। পর্দার আড়াল থে‌কে গত পাঁচ বছর ধ‌রে একটি মহাকাশযান তৈরির কাজ ক‌রে‌ছে দেশটি। সম্প্রতি দেশটির সং‌শ্লিষ্ট সূ‌ত্রের বরাত দি‌য়ে জানা গে‌ছে মঙ্গলগ্রহে উড্ডয়‌নের জন‌্য চুড়ান্তভা‌বে প্রস্তুত করা হ‌য়ে‌ছে মহাকাশযান‌টি‌কে ।

জানা গে‌ছে মহাকাশযান‌টি‌তে জ্বালানি তেল ভর্তি শুরু হবে আগামী সপ্তাহে। মানবহীন এই মহাকাশযানটির নাম দেয়া হয়েছে ‘আমাল’। আরবিতে যার অর্থ ‘আশা’।

স্পেইস বিশেষজ্ঞদের ধারণা সবকিছু ঠিকঠাক থাক‌লে মোহাম্মদ বিন র‌শিদ স্পেইস সেন্টার থে‌কে ছে‌ড়ে যাওয়া আমাল মহাকাশযান‌টির ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গলগ্রহে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক সাত মাস।

মঙ্গলগ্রহের এক বছর হয় ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহেরে কক্ষপথ প্রদক্ষিণ করবে আমাল। মঙ্গলগ্রহেরে কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা।

গ্রহের চারিদিকে ঘুরে ঘুরে গোলাপি রঙের এই গ্রহটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আমাল। এই প্রকল্পের পরিচালক সারাহ আল আমিরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এর মাধ‌্যমে দেশটির তরুণ বিজ্ঞানীদের জন্য এই মিশন ‘স্পেস ইঞ্জিনিয়ারিং’ পেশায় যুক্ত হওয়ার দ্বার উন্মুক্ত করবে।

তথ‌্য ও ছ‌বি সূত্র : আর্ন্তজা‌তিক গণমাধ‌্যম

Facebook Comments Box