ভ্যাকসিন বুস্টার ডোজ না থাকলে ভ্রমণে নিষেধাজ্ঞা

0
530

যাদের ভ্যাকসিনের বয়স ৯ মাসের বেশি এবং যারা এর পর বুস্টার ডোজ নেয় নাই তাদের বিদেশ ভ্রমণ বাধাগ্রস্থ হবে। ইউরোপিয় নতুন নিয়মানুসারে নয় মাস আগের দেয়া ভ্যাকসিনের কোভিড সার্টিফিকেট আর গ্রহণযোগ্য হবেনা, যদিনা তারা বুস্টার ডোজ গ্রহণ করে থাকে।

ফেব্রুয়ারি ১ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবার কথা। ১ম ফেব্রুয়ারি থেকে ৯ মাস পেছনের গণনা করে ভ্রমণের অনুমতি পাওয়া যাবে। তার মানে কেউ যদি ১ মে ২০২১ এর আগে ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে তাকে ভ্রমণের জন্য অনুমতি পেতে অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে। অন্যথায় ভ্রমণের জন্য কোবিড রিকভারির প্রমান অথবা নেগেটিভ পিসিআর লাগবে।

Facebook Comments Box