ভোটার রেজিস্ট্রেশনের সময়সীমা করেচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রদত্ত বিজ্ঞপ্তি নিম্নরূপঃ
ভোটার নিবন্ধনের সময়সীমা ১৫ই আগস্ট ২০২২ থেকে বর্ধিত করে ২০শে আগস্ট ২০২২ করা হল। সম্মানিত প্রার্থীদের অনুরোধের ভিত্তিতে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের যৌথ সিদ্ধান্তে সময়সীমা বর্ধন ও নতুন সময়সীমার তারিখ নির্ধারণ করা হয়।
ভোটার নিবন্ধনের বর্ধিত শেষ তারিখ ২০শে আগস্ট রাত ১২:০০।
– www.abai.ie ভোটার নিবন্ধনের ওয়েবসাইট। ওয়েবসাইট এর প্রথম পাতার ফর্মটিই রেজিস্ট্রেশন এর পাতা।
– যারা একবার রেজিস্ট্রেশন করেছেন দ্বিতীয়বার করার প্রয়োজন নেই। ইমেইল কনফার্মেশন ইনবক্সে না পেলে Junk ইমেইলে দেখুন।
– প্রার্থীগণ যার যার এলাকার ভোটারদের সাথে যোগাযোগ করে অনিবন্ধিতদের নিবন্ধনের আওতায় আনার অনুরোধ জানানো হল। কোন ভোটারকে রেজিস্ট্রেশন করার আগে জিজ্ঞেস করে নিন উক্ত ভোটার পূর্বে রেজিস্ট্রেশন করেছে কিনা। কোন ভোটারের সম্মতি ছাড়া কাউকে রেজিস্ট্রেশন করবেন না।
– ভোট রেজিস্ট্রেশনে সঠিক তথ্য ব্যাবহার করুন। রেজিস্ট্রেশনে প্রথম এবং শেষ নাম, পোস্ট কোড, কাউন্টির তথ্য সঠিক ভাবে যেন দেয়া হয়। অন্যথায় উক্ত ভোটার যাচাই বাছাইয়ে বাদ পড়ার সম্ভাবনা থাকবে।
– ভোটার নিবন্ধন ২০শে আগস্ট এর মধ্যে সম্পন্ন করতে হবে। সময়সীমা আর বর্ধন করা হবে না।
ধন্যবাদান্তে
প্রধান নির্বাচন কমিশনার আজাদ তালুকদার