ভূমধ্যসাগরে ঠাণ্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু

0
475

ভূমধ্যসাগরে ঠাণ্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক ২৫ জানুয়ারি ২০২২

নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, অতিরিক্ত ঠাণ্ডায় জমে গিয়ে তারা মারা যান।

খবরে বলা হয়, মঙ্গলবার ইতালির কোস্টগার্ড লাম্পেদুসা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে সাগরে নৌকাটি ভাসতে দেখে উদ্ধার অভিযান চালায়। নৌকাটিতে তারা তিনজনকে মৃত অবস্থায় পায় এবং বাকি চারজন নৌকাটি কূলে ভেড়ানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান।

লাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেল্লো এক বিবৃতিতে জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে ২৮০ জন আরোহীর অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ২৪ দিনেই ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন।

Facebook Comments Box