বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে, মৃত ২ লাখের ও বেশি

0
768

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ এর বেশি ।আক্রান্ত ৩০ লক্ষ ।রোববার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যানে এ তথ্য জানা যায় ।
ওয়েবাসাইটির দেয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৫ হাজার ৫০৮ জন। আর এ ভাইরাসটিতে এ পর্যন্ত ২ লাখ ৮৯৯৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ হাজার ১৪৫ জন ।ওয়ার্ল্ডোমিটার আরও বলছে, আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৪৯ হাজার ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৫৭ হাজার ৬০৬ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা ও ইউরোপ। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৯৩ হাজার ৭৭১ জন। আর এতে সংক্রমিত হয়ে ৫৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
নভেল করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৪১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারর পরই মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ২৩ হাজার। চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে প্রায় ২৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

মৃতের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে ২০ হাজার ৭৩২ জন এ ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন।

Facebook Comments Box