বিজয় মানে….

0
348

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে বিজয়;
বিজয় মানে মাথা উঁচু করে দাঁড়ানো।

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়;
বিজয় মানে আত্মত্যাগ।

৩ লক্ষ মা বোনের ইজ্জতের মূল্য এই বিজয়;
বিজয় মানে মুক্ত বাতাসে প্রাণখোলা নিঃশ্বাস,
বিজয় মানে রুখে দাঁড়ানো।

বন্ধিত্বের শিকল থেকে মুক্তির নাম বিজয়,
পরাধীন রাষ্ট্রের স্বাধীনতার স্বাধ আস্বাদনের বহু আকাঙ্খিত বিজয়;
বিজয় মানে নিজের পতাকা।

আর কোন মাথা নোয়ানো নয়,
আর কোন পদতলে পড়ে থাকা নয়,
আর কোন শেকল পরা পা নয়,
এ বিজয় চিহ্ন করেছে সব বাঁধন;
বিজয় মানে মুক্তি।

ওমর এফ নিউটন
আইরিশ বাংলা টাইমস

Facebook Comments Box