বাসায় বসে Software QA Engineer (Software Testing) কোর্স করুন

0
777
IT Course

আব্দুর রাহিম ভূঁইয়াঃ

আসসালামু আলাইকুম, আয়ারল্যান্ডে বসবাসরত সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কিছু উদ্যোমী ব্যক্তিবর্গের উদ্যোগে অনলাইনের মাধ্যমে
একটি আইটি কোর্স চালু হতে যাচ্ছে। এই কোর্সটি সম্পন্ন করলে যে কোনো শিক্ষার্থী Software QA Engineer (Software Testing) হিসেবে চাকরি করতে পারবেন। কোর্সটি ISTQB Syllebus অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। কোর্স পরিচালকদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিক গুরুত্ব দিয়ে সর্বাধিক সহায়তার মাধ্যমে যথা সম্ভব জ্ঞান ও অভিজ্ঞতা প্রদান করা যাতে একজন শিক্ষার্থী তার লব্ধ জ্ঞানের আলোকে এই সেক্টরে একজন পারদর্শী QA Engineer হিসেবে প্রবেশ করতে পারে। আগ্রহী প্রার্থীদেরকে নিন্মোক্ত লিংকে রেজিস্ট্রেশন করে কোর্সে আসন সংরক্ষণ করতে অনুরোধ করা হয়েছে। এবং তাদের অরিয়েন্টেশনে যোগ দিয়ে কোনো তথ্য জানার থাকলে প্রশ্ন করতে পারবেন।

Course Title: Software QA Engineer (Software Testing)
Orientation: Wednesday 28/10/2020 @6.00pm
Tuition Fee: Free
Qualification: Not Necessary (PC or Laptop required)
Registration Form: https://forms.gle/6EViUsuq4PdFum6W9

Facebook Comments Box