“বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অব আয়ারল্যান্ড” দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত

0
416

গতকাল ২৪শে জানুয়ারী ২০২৪ তারিখ “বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অব আয়ারল্যান্ড” BSAI এক দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তাদের নতুন কমিটি নির্বাচিত করে।

 

জনাব চুন্নু মাতবর এই নতুন কমিটির সভাপতি ও জনাব কামাল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ১৭টি পদের বিপরীতে ১৫ জন নিয়ে কমিটিটি গঠিত হয়। সভাপতির নমিনেশন পত্র ক্রয় করেন জনাব কাজী শাহ আলম ও জনাব চুন্নু মাতবর। পরবর্তীতে জনাব কাজী শাহ আলম, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব চুন্নু মাতবরের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়ন ইঠিয়ে নেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে দুইটি নিমিনেশন ক্রয় করেন যথাক্রমে জনাব হাবিবুর রহমান ও জনাব কামাল হোসেন। একমাত্র এই পদটিতেই আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন পরিচালনা করা হয়। জনাব কামাল হোসেন বিজয়ী হয়ে সাধারণ সম্পাদক পদ নিরাপদ করেন।

জনাব এ.কে আজাদের পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচীর শুরু করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জনাব কামাল হোসেন, সভাপতিত্ব করেন জনাব চুন্নু মাতবর। অনুষ্ঠানে বি.এস এ.এই এর বিগত দুই বছরের কার্যক্রম তুলে ধরা হয়, অর্থনৈতিক হিসেবে নিকেশ তুলে ধরা হয়, সংগঠনের কার্যক্রমের ভিডিও দেখানো হয়, খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয় এবং মিডিয়ায় অবদানের জন্য বিভিন্ন মিডিয়াকে সনদ প্রদান করা হয়।

বিভিন্ন কাউন্টি থেকে আগত বি. এস. এ. এই এর শুভানুধ্যায়ীগণ ও উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তিন জন নির্বাচন কমিশনার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেন। কাউন্সিলর জনাব আজাদ তালুকদার প্রধান নির্বাচন কমিশনার এরং জনাব হামিদুল নাসির ও জনাব জাকারিয়া প্রধান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি নিন্মে দেওয়া হলো
সভাপতি – জনাব চুন্নু মাতবর
সহ সভাপতি – জনাব রাব্বি খাঁন
সহ সভাপতি – জনাব মোজাম্মেল হক
সহ সভাপতি – জনাব নজরুল ইসলাম মানিক
সহ সভাপতি – জনাব এ. এস. এম. শাহাব উদ্দৌলা (বিজয়)
সাধারণ সম্পাদক – জনাব কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক – জনাব এ. কে. আজাদ
সাংগঠনিক সম্পাদক – জনাব আওলাদ হোসেন (সোহেল)
কোষাধ্যক্ষ – জনাব এম. ডি. আলমগীর হোসেন
সদস্য – গোলাম মোর্শেদ
সদস্য – কামরুল ফিরোজ আহমেদ
সদস্য – বদরুজ্জামান মাসুম
সদস্য – বজরুল আলম হাবিব

সদস্য – এম. এ. জলিল
সদস্য – হাবিবুর রহমান

এছাড়া নির্বাচনের প্রাক্কালে আগত অতিথিবৃন্দের সমন্বয়ে বিভিন্ন কাউন্টি থেকে কোটা অনুযায়ী কাউন্সিলর সংগ্রহ করা হয়।

কাউন্সিলরদের নাম কাউন্টি ভিত্তিক উল্ল্যেখ করা হলো

ডাবলিন
জনাব বদরুজ্জামান মাসুম
জনাব এম এ জলিল
জনাব চুন্নু মাতবর
জনাব ওয়াহিদুল আলম মুরাদ
জনাব কামাল হোসাইন
জনাব মোঃ আলমগীর হোসাইন
জনাব বজলুল আলম হাবিব
জনাব আজিজুর রহমান মাসুদ
জনাব নজরুল ইসলাম মানিক
জনাব মোঃ শাহিদুল ইসলাম রনি

মেয়ো
জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক
জনাব আব্দুল মান্নান মান

ওয়াটারফোর্ড
জনাব সামী নূর
জনাব রাব্বি খাঁন
জনাব শামীম কবির

লিমেরিক
জনাব মনিরুল ইসলাম মনির
জনাব আনোয়ারুল হক আনোয়ার
জনাব হাবিবুর রহমান
জনাব ফিরোজ আহমেদ
জনাব মোতালেব হোসাইন

কেরী
জনাব মোজাম্মেল হক
জনাব ইকবাল মাহমুদ
জনাব আহমেদ কবির সুমন
জনাব ফয়জুর রহমান

ইউকলো
জনাব গোলাম মোর্শেদ কামরুল

কিলডেয়ার
জনাব মোঃ রাসেল তালুকদার
জনাব মোঃ আশফাকুর রহমান সোহেল
জনাব মোঃ নাজমুল হাসান
জনাব জশ উদ্দিন তমাল
জনাব মোঃ মাশিকুল

ক্লেয়ার
জনাব ফারহান সাইমন
জনাব শাহ আজমল হোসাইন
জনাব আবু নাসের

কার্লো
জনাব শাকের আহমেদ আরিফ

গলওয়ে
জনাব আবু তালেব মামুন
জনাব সোহরাব হোসেন হিমন
জনাব জামাল বশির
জনাব জসিম উদ্দিন দেওয়ান
জনাব কবির আহমেদ

কাভান
জনাব সালাহ হাসান
জনাব এ.কে. আজাদ

কর্ক
জনাব এ.এস.এম. শাহাব উদ্দৌলা
জনাব কাজী আলম
জনাব কাজী ইমন
জনাব মোঃ আওলাদ হোসেন সোহেল
জনাব ইনজামামুল হক

টিপেরারি
জনাব মোঃ সলিম মিঁয়া
জনাব ইমদাদুল হক
জনাব আমীর হোসাইন
জনাব আব্দুল জলিল মাহমুদ
জনাব মোঃ আব্দুল মুহিত

Facebook Comments Box