বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগাল’র গ্রীষ্মকালীন শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত

0
488
ডোনেগাল গ্রীষ্মকালীন শিক্ষা সফর ২০২৩

বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগাল’র গ্রীষ্মকালীন শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত

বৈচিত্র্যের সন্ধানী মানুষ কখনাে স্থির হয়ে বসে থাকতে পারে না। নতুন আকর্ষণে মানুষ প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে গমন করে।নতুন নতুন দর্শনীয় স্থান কিংবা জাদুঘর ভ্রমণের মাধ্যমে মানুষের জ্ঞান সঞ্চয় হয় ও এটি অবকাশ যাপনের একটি উৎকৃষ্ট পন্থা হিসেবে পরিগনিত হয়। এতে করে অভিজ্ঞতা বাড়ে এবং হৃদয়ের প্রসার ঘটে। এই উদ্দেশ্যগুলােকে সামনে রেখে বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগাল’র সভাপতি জনাব ফখরুল ইসলাম শামিমের নেতৃত্বে প্রথমবারের মতো কমিউনিটির পক্ষ থেকে এক গ্রীষ্মকালীন শিক্ষা সফরের আয়োজন করা হয়। কাউন্টি ডোনেগালে বসবাসকারী প্রায় ২৫ টি পরিবারের ৫৭ সদস্য উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।গ্রীষ্মের ছুটিতে আয়ারল্যান্ডে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুন ছোট বড় সবার জন্য এই শিক্ষা সফর ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সারাদিন হৈ হুল্লোড়, রেস্টুরেন্টে দুপুরের খাবার দাবার আর উত্তর আয়ারল্যান্ডের জনপ্রিয় পর্যটন স্পট Giant’s Causway. Co Antrim ও Titanic Museum Attraction ঘুরে বেড়ানোর মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন কাউন্টি ডোনেগালে বসবাসকারী বাংলাদেশীরা।

ডোনেগাল গ্রীষ্মকালীন শিক্ষা সফর ২০২৩

Facebook Comments Box