বাংলাদেশি কমিউনিটির Galway আরেকটি মাইলফলক

0
395

বাংলাদেশ কমিউনিটি Galway উদ্যোগে আরেকটি মাইল ফলক অর্জন করতে যাচ্ছে। কমিউনিটির সভাপতি জনাব জসিম দেওয়ান এর নেতৃত্বে একটি স্থায়ী কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হয়েছে। কমিউনিটি সেন্টারটির দৈর্ঘ্য প্রায় তিন হাজার বর্গফুট। উক্ত সেন্টারে পুরুষ এবং নারীদের আলাদাভাবে বসার ব্যবস্থা রয়েছে। কমিউনিটি সেন্টারে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও এই কমিউনিটি সেন্টার যে কোন ধরনের পারিবারিক অনুষ্ঠান করার ব্যবস্থা থাকবে বলে সভাপতি জনাব জসিম দোয়ান জানিয়েছেন। উক্ত সেন্টারে আলাদা রান্নাঘর এবং পুরুষ এবং নারীদের টয়লেটের ব্যবস্থা রয়েছে।

কমিউনিটি সেন্টারটি খুবই শীঘ্রই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সভাপতি জনাব জসীম দেওয়ান

Facebook Comments Box