ময়মনসিংহের হালুয়াঘাটে নিমান্ত এলাকায় বিএসএফ’র গু’লিতে নি’হত আব্দুল জলিলের (২৬) গলিত লা’শ ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজে’লার গোবড়াকুড়া সিমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে লা’শ হস্তান্তর করে বিএসএফ।
কড়ইতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৩ জুন) ভোরে গোবড়াকুড়া সীমান্তের দুইশ গজ ভেতরে ভা’রতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গু’লিতে মানসিক ভা’রসাম্যহীন আব্দুল জলিল নি’হত হয়।
তিনি আরও বলেন, ওই দিন বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশের গোবড়াকুড়া সীমান্তে দু’দেশের সীমান্ত কর্মক’র্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তখন বিএসএফ বলে ওইদিন কিছু বাংলাদেশি রাতে সীমান্ত অ’তিক্রম করে ভা’রতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ’র গু’লিতে আব্দুল জলিল নি’হত হয়।
এস এ রব