বন্ধুত্ব – মশিউর রহমান

0
1313

যোগ্যতার বিচারে বন্ধুত্ব হয়না,
বন্ধুত্ব হয়না বয়সে বন্দী।
ঈর্ষা অহমিকা বন্ধুত্বে থাকেনা,
থাকেনা ছল-চাতুরি ফন্দি। 

বন্ধুত্ব দেখেনা কে বাদশা, কে ফকির, 
ধর্মে কর্মেও সে অন্ধ।
পরানের সাথে পরানের মিল,
ঝরনার কল কল ছন্দ।

বন্ধু এসে একাকীত্ব ভাঙে,
নীরবতাকে করে চুরমার।
চলে যুক্তি-তর্ক কোলাহল,
খোস-গল্প হয় বেশুমার।

বন্ধুর সমাগমে হৃদয় নাচে,
প্রানে আসে প্রসন্নতা।
রসনা বিলাসে, বেদনা প্রকাশে,
ভুলি সব বিষন্নতা।

কালের আবর্তে হারায় না বন্ধুত্ব,
বন্ধু আত্মার স্বজন।
বন্ধু তোমরা চিরদিন থাকো,
চির সবুজ চির আপন।

শেষ জীবনও পথিক হইও ,
মেঠো পথে একসাথে।
স্মৃতি রোমন্থন করবো সবে,
চায়ের পেয়ালা হাতে।

বন্ধু তোমরা প্রানের শক্তি, 
বিদায় বলো’না কভু।
জীবনে মরনে বন্ধু তোমাদের,
দান করেছেন প্রভু।

অন্তিম সময়ে খবর নিও,
সাথী হইও জানাজায়।
দোয়া’য় দু’ফোটা অশ্রু দিও,
যেন জান্নাত জুটে যায়।

[তরিখ:২৩ জুলাই ২০২০]

Facebook Comments Box