ফিলিস্থিনিদের রক্তে রঞ্জিত আল আকসা মসজিদ প্রাঙ্গণ

0
1039

জুমাতুল বিদার দিনে ও শবে কদরের রাতে ফিলিস্তিনি মুসলমানরা পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিল। এমন সময় ইসরায়িলি বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ঐদিন প্রায় ১৭০ জন ফিলিস্তিনি আহত হয়। তারই প্রতিবাদে বহু ফিলিস্তিনি নরনারী আল আকসা মসজিদ প্রাঙ্গনে জড়ো হলে, তাদের উপর দ্বিতীয়বারের মত হামলা চালায় ইসরাইলি পুলিশ। এতে অন্তত ৮০ জন আহত হবার খবর পাওয়া গিয়েছে।

ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা বলেন, মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে ইসরাইলি বাহিনী লাঠিপেটা করেছে, রাবার বুলেট ছুড়েছে। এমনকি স্টান গ্রেনেড নিক্ষেপও করেছে তারা। মুসল্লিদের ঘিরে রেখে তাদের ওপর অমানবিক আচরণ করেছে দখলদার দেশটির পুলিশ।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম শ্রদ্ধার স্থান। এই স্থানটিতে এর আগেও একাধিকবার সহিংসতা হয়েছে। মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান, এই মাসেরই একটি উল্লেখযোগ্য দিন হচ্ছে জুমাতুল বিদা ও মহিমান্বিত রাত হচ্ছে শবে কদর এর রাত। এমন দিনে মুসলমানদের উপর দখলদারির হামলা সত্যিই ন্যাক্কারজনক।

Facebook Comments Box