ফাইজার আয়ারল্যান্ডে ৩০০ নতুন জব তৈরি করতে যাচ্ছে

0
850
Pfizer Ireland

বিশ্বের নামকরা ফার্মাসিউটিকেল কোম্পানি ফাইজার তাদের ডাবলিন, কিলডেয়ার এবং কর্ক ম্যানুফাকচুরিং সাইটের জন্য ৩০০ নতুন জব এর পোষ্ট তৈরি করতে যাচ্ছে। তারা তাদের আইরিশ অপারেশন বর্ধনের জন্য আরও ৩০০ মিলিয়ন ইউরো ইনভেস্ট করতে যাচ্ছে এই তিনটা সাইটের উন্নয়নের জন্য। নতুন ইনভেস্টমেন্ট এবং নিয়োগের কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। 

নতুন রোলে হাইলি স্কিলড কর্মীদের নিয়োগ দেয়া হবে। তন্মদ্ধে রয়েছে এনালিস্ট, ডাটা এনালিস্ট,  টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, টেকনোলজিস্ট এবং কেমিস্ট। 

নতুন ইনভেস্টমেন্টে থাকবে ম্যানুফেকচুরিং এবং ল্যাবরটরির বর্ধন, নতুন টেকনোলজির সমন্বয়ে গঠিত আধুনিক ব্যাবস্থা। 

ফাইজার ১৯৬৯ সাল থেকে আয়ারল্যান্ডে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছে। আয়ারল্যান্ডের ৬ টা লোকেশনে ৪০০০ এরও উপর কর্মীর কর্মসংস্থান এর ব্যাবস্থা করা হয়েছে। 

ফাইজার COVID-19 এর ভ্যাকসিন নিয়ে গভেষনা চালিয়ে যাচ্ছে। তারা আশা করতেছে COVID-19 এর ভ্যাকসিন এর সফল ফলাফল তারাই প্রথম আনয়ন করতে পারবে। 

আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, ‘’ফাইজার আইরিশ ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। গত ৫ দশক ধরে তারা হাজার জব তৈরি করতে সক্ষম হয়েছে’’। 

Facebook Comments Box