প্লাসমা থেরাপি দিয়ে করোনার বিরুদ্ধে সাফল্য পেয়েছে পাকিস্তান

0
727

করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের  চিকৎসকরা। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্লাড ডিজিজের প্রধান ডা. তাহির গত শনিবার গণমাধ্যমকে বলেছেন — করোনা রোগীর চিকিৎসায় প্লাজমা থেরাপিতে আমরা সাফল্য পেয়েছি।এই থেরাপিতে চিকিৎসা দেয়া প্রথম রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন , তবে তিনি রোগীর নাম বা কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ কথা বলেননি।

প্রথম সাফল্যের পর এবার আরও ৩৫০ কোভিড-১৯ রোগীকে এ থেরাপি দেয়া হবে বলে জানিয়েছেন ওই বিশেষজ্ঞ চিকিৎসক ।ইতিমধ্যে পাকিস্তানের আট প্রদেশের হাসপাতালেই শুরু হয়েছে প্লাজমা থেরাপি। এ চিকিৎসায় প্রাণঘাতী কোভিড-১৯ রোগ থেকে মুক্ত হওয়া ব্যক্তির প্লাজমা সংগ্রহ করে আক্রান্ত ব্যক্তিকে দেয়া হয়। এতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে  সুস্থ হয়ে ওঠে। গত ১২৫ বছর ধরে চিকিৎসা বিজ্ঞানে এ পদ্ধতির প্রচলন আছে। ডা. শামসির আরও বলেন, ইবোলা ও সার্সের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। দেশটিতে  এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন ৬৩৬ জন।

Facebook Comments Box