নীতিভ্রম (দ্বিতীয় পর্ব) – এম এ বুলবুল ইসলাম

0
828
লেখক: এম এ বুলবুল ইসলাম

নীতিভ্রম (দ্বিতীয় পর্ব)


 

ইউরোপ সহ গোটা উন্নত দেশগুলোতে সড়ক পথে যান চলাচল নির্ঝঞ্ঝাট, দুর্ঘটনামুক্ত। নির্ধারিত ‘স্টপেজ’ ছাড়া যত্রতত্র বাস দাড়ায় না বা থামেনা। সড়কের সর্ব বামে ‘বাস লেনে’ বাস চলে। আর, ছোট বড় অন্যান্য যান চলে বাসের ডানদিকের লেন সমূহে। অন্যান্য গাড়ি চালক গাড়ির গতি অনুযায়ী লেন পরিবর্তন করে থাকে। উল্লেখ্য, উন্নত দেশের নাগরিকের মানসিকতাও উন্নত। বাস চালককে Thank you, Thanks a Million, Cheers ইত্যাদি Greetings বা সম্মান সূচক সম্বোধন জানিয়ে প্রত্যেক যাত্রী যার যার গন্তব্যে নেমে যায়। বাসচালকরাও প্রতিউত্তরে Thanks, Welcome , Best of luck এসব সম্মানসূচক কথা বলে বিদায় জানায়।

দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে বাস চালকদের সাথে এইরকম আচরণ আশা করা নেহায়েতই কল্পনা মাত্র। বাংলাদেশের বাসচালক, সহকারী ও সমন্বয়কারীর আচরণও অসহনীয়। সে কারনেই যাত্রীদের প্রতিক্রিয়াও ঠিক তেমনি উন্নত বিশ্বের বিপরীত!

বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নয়নের দিকে ধাবিত, বাঙ্গালী জাতি কি তাদের স্বভাবের উন্নয়ন করতে পারবে?

লেখক: এম এ বুলবুল ইসলাম।
ডাবলিন

Facebook Comments Box