নিউইয়র্ক পুলিশ (NYPD) তে প্রথম বাংলাদেশি লেফটেন্যান্ট কমান্ডার

0
678

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) প্রথম একজন দক্ষিণ এশিয়ান লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি হলেন বাংলাদেশি-আমেরিকান শামসুল হক।

তিনি হলেন প্রথম বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ান যিনি এনওয়াইপিডিতে লেফটেন্যান্ট কমান্ডারের পদ অর্জন করেছেন। 

শামসুল হক যুক্তরাষ্ট্রে যান ১৯৯১ সালে। ২০০৪ সালের জানুয়ারিতে শামসুল হক এনওয়াইপিডিতে যোগদান করেন। ২০১০ সালে তাকে সার্জেন্ট পদে পদোন্নতি দেয়া হয়। ২০১৪ সালে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাবার পর তিনি এনওয়াইপিডির অভ্যন্তরীণ বিষয়ক তদন্ত গ্রুপের দায়িত্ব নেন।

লেফটেন্যান্ট শামসুল হক সিলেট জেলার গোলাপগঞ্জের বাঘার গ্রামে মরহুম আবদুল মুসাব্বির এবং মরহুম নুরুন নেছা দম্পতির সন্তান।

লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক
Facebook Comments Box