জুনিয়র/লিভিং সার্টিফিকেট বা GCSC/A Level শিক্ষার্থীদের বাৎসরিক সচিত্র প্রতিবেদন ও নবীনবরণ

0
1172
Irish Bangla Students
Irish Bangla Students

আসসালামু আলাইকুম,

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ২৮সে ডিসেম্বর রোজ সোমবার আইরিশ বাংলা টাইমসের উদ্যোগে পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে একটি ভার্চুয়াল মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় আয়ারল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই অংশ গ্রহণ করেন। এই আলোচনা সভার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী ও অভিভাকবৃন্দের মতামত শুনা এবং উদ্যোক্তাদের সাথে পরিচিত এবং উক্ত বিষয় সম্মন্ধে বিস্তারিত আলোচনা করা।

আলোচনা সভাটি সন্ধ্যা সাড়ে আটটায় উদ্যোক্তাদের সূচনা বক্তব্য ও প্যানেল পরিচিতির মাধ্যমে শুরু হয়। আলোচনায় শিক্ষার্থীগণ জানায়, তারা এমন একটি ব্যবস্থাপনা পেলে খুশি হতো যার মাধ্যমে তারা আয়ারল্যান্ডের ও উত্তর আয়ারল্যান্ডের সমবয়সী সকল শিক্ষার্থীদের সাথে পরিচিত হতে পারবে এবং তাদের সহযোগিতার পরিধি প্রসস্থ করতে পারবে। তাদের সাথে পড়াশুনা ও চাকরির বা উচ্চ শিক্ষার ব্যাপারে নিজেদের মধ্যে যোগাযোগ করে নানা তথ্য বিনিময় করতে পারবে। তাছাড়া সিনিয়র শিক্ষার্থীবৃন্দ বা বাংলাদেশী কমিউনিটি থেকে কেউ কখনো কোন বিষয়ে টিশন দিতে চাইলে জুনিয়রদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তা সহজেই প্রদান করতে পারবে। তারা আইরিশ বাংলা টাইমসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এ রকম একটি মহৎ কাজে তাদেরকে যুক্ত করায়।

অভিভাবকবৃন্দ জানান, দিন দিন আয়ারল্যান্ডে আমাদের শিক্ষার্থীগণ বড় হচ্ছে। এদেরকে নিয়ে আইরিশ বাংলা টাইমসের প্রস্তাবিত পরিকল্পনাকে তাঁরা স্বাগত জানান। তাঁরা বলেন, এ রকম একটা উদ্যোগ নিঃসন্দেহে আমাদের পরবর্তী প্রজন্মকে একে অপরের কাছে নিয়ে আসবে। তাদের মধ্যে একটি বন্ধন তৈরিতে সহায়তা করবে। এতে তারা পড়াশুনার প্রতি বেশি আগ্রহী হবে এবং প্রতিযোগী মনোভাব নিয়ে ভালো রেজাল্টের প্রতি আরো অধিক পরিমানে মনোনিবেশ করবে। আমাদের ছেলে মেয়েরা যদি বাৎসরিক একটি ম্যাগাজিনে নিজের স্মৃতিকে ধরে রাখতে পারে তাদের কাছে এটি একটি গর্বের ও আনন্দদায়ক বিষয় হবে। মতবিনিময় সভায় অংশগ্রহণকরি সকল অভিভাবক আইরিশ বাংলা টাইমসকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ভার্চুয়াল আলোচনা সভাটি অত্যন্ত মনোরম পরিবেশে আনন্দমূখরভাবে রাত সাড়ে এগারোটায় শেষ হয়।

উক্ত সভায় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দের সাথে আইরিশ বাংলা টাইমসের কর্তৃপক্ষ আলোচনা করে নিন্মের সিদ্ধান্তে উপনীত হয় :-

১: প্রতি বছর পাশকৃত সকল শিক্ষার্থীর সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হবে
২: পাশকৃত সকল শিক্ষার্থীর ছবি সম্বলিত ও পিতামাতার নাম ও কাউন্টি উল্লেখ করত একটি ম্যাগাজিন পাবলিশ করা হবে
৩: করোনার লকডাউন শেষে বাৎসরিক একটি নবীনবরন বা গেট টুগেদার বা সম্মাননা প্রদান করার চেষ্টা করা হবে
৪: সময় সময় সম্ভব হলে শিক্ষার্থীদের মধ্যে বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার বা জুনিয়র ও লিভিং সার্টিফিকেট বা তৎসম শিক্ষার্থীদের নিয়ে ভার্চুয়াল পরিচিতিমূলক আলোচনার আয়োজন করার প্রস্তাব করা হবে
৫: আইরিশ টিভি ও রেডিওতে মাইগ্রান্ট সম্পর্কিত বিভিন্ন টকশোতে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণ করার ব্যাপারে সহযোগিতা করা যেতে পারে
৬: আইরিশ যে কোনো পত্রিকায় তাদের লেখা কবিতা, গল্প, ক্রিয়েটিভ রাইটিং বা তাদের স্কুলের যেকোন প্রজেক্ট পাবলিশ করার ব্যাপারে উৎসাহ প্রদান করা যেতে পারে

প্রয়োজনীয়তার তাগিদে আইরিশ বাংলা টাইমস কর্তৃপক্ষ অভিভাবক বৃন্দের সাথে মতবিনিময় ও পরামর্শক্রমে সকল কর্ম সম্পাদন করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইরিশ বাংলা টাইমসের সম্পাদকমণ্ডলী থেকে – আব্দুর রাহিম ভূঁইয়া, মশিউর রহমান, ওমর ফারুক নিউটন, নাসির খান সাকি

আয়ারল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে আলোচনায় অংশগ্রহণকারী গার্জিয়ানদের মধ্যে NI থেকে – মেহেদী হাসান, আব্দুল রব; ডাবলিন থেকে – সাহাদাত হোসাইন, তারেক সালাউদ্দিন, শওকত মাসুম, দিলীপ বড়ুয়া, জালাল আহমেদ ভূঁইয়া, মাহফুজুল হক; লিমেরিক থেকে -ডেপুটি মেয়র আজাদ তালুকদার, মনিরুল ইসলাম, আনোয়ারুল হক, সাজেদুল চৌধুরী রুবেল; কর্ক- ফয়জুল্লাহ শিকদার, আশরাফুল ইসলাম; ওয়েক্সফোর্ড থেকে – অপু কাজী; কিলকিনী থেকে – সৈয়দ আহমদ রেদোয়ান বাবু; নাভান/কাভান থেকে – মোশাররফ হোসাইন; গলওয়ে থেকে – ডাক্তার মুসাব্বির হোসাইন; কেরী/ট্র্যালি/কিলারনী থেকে – মশিউর রহমান; ওয়াটারফোর্ড থেকে – শিবলী ইসলাম, রনদীপ বড়ুয়া; ম্যায়ো থেকে – আজীম জুবায়দুল হক।

নতুন প্রজন্মের শির্থীরা কমিউনিটির কাছ থেকে তাদের প্রত্যাশার কথা জানায়। এদের মধ্যে থেকে উপস্থিত ছিল – তাউসিফাতুল জান্নাত, মাদিয়াতুল জান্নাত, ঐশী, মুস্তাকিমুল হক, সাজিদ, জান্নাত।

আইরিশ বাংলা টাইমসের পক্ষ থেকে সবাইকে নিন্মের লিঙ্কে ২০২০ সালে যারা উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকলকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIkg0I50AUqhx08TJA4qIm10LE87zkGaQJmIhoxh37BE7d5g/viewform?usp=pp_url

Facebook Comments Box