Home বাংলাদেশী কমিউনিটি নদীর তীরবর্তী নিরাপত্তা বেষ্টনীর জন্য ডেপুটি মেয়র আজাদ তালুকদারের আহ্বান

নদীর তীরবর্তী নিরাপত্তা বেষ্টনীর জন্য ডেপুটি মেয়র আজাদ তালুকদারের আহ্বান

0
নদীর তীরবর্তী নিরাপত্তা বেষ্টনীর জন্য ডেপুটি মেয়র আজাদ তালুকদারের আহ্বান
Limerick City Deputy Mayor Azad Talukdar

শ্যানন নদীর তীর ঘেঁষে গড়ে উঠা লিমেরিক শহর। স্টিমবোট কী এবং মাউন্ট কেনেথ আবাসিক অঞ্চল এই শ্যানন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। ওই আবাসিক এলাকার লোকজন এবং অন্যান্য জায়গা থেকে সেখানে অনেকে ঘুরতে আসে। 

কিন্তু নিরাপত্তার জন্য নদীর তীরবর্তী যে বেড়া রয়েছে তা বহু পুরনো এবং ঝুঁকিপূর্ণ। যার ফলে সেখানে বাচ্ছাসহ অনেকেই পা ফসকে নদীতে পড়ে যাবার সম্ভাবনা থাকে। যার কারণে লিমেরিকের বর্তমান ডেপুটি মেয়র জনাব আজাদ তালুকদার বিষয়টি লিমেরিক সিটি কাউন্সিলে উত্থাপন করেন, যার রিপোর্ট দৈনিক পত্রিকা ”লিমেরিক লিডার” প্রকাশিত হয়। 

জনাব আজাদ তালুকদার লিমেরিক লিডারকে বলেন, ”এখানকার বহু বাসিন্দা অনেকদিন থেকেই উনাকে বিষয়টি নিয়ে অবগত করেন। বিশেষ করে যাদের ছোট ছেলেমেয়ে রয়েছে। বাসিন্দারা সম্ভাব্য বিপদের কথা উনাকে জানান”। 

জনাব তালুকদার নতুন ক্রস ফেন্স করার আহ্বান জানান, যাতে করে স্টিমবোট কীর বোর্ডওয়ার্ক এর নিরাপত্তা নিশ্চিত করবে। 

তিনি আরো বলেন, ”বাসিন্দারা জানান বৃষ্টির সময় জায়গাটি অনেক বিপদজনক হয়ে দাঁড়ায়। এখানে শুধু স্থানীয় বাসিন্দাদের সুবিধাই না, জায়গাটি অনেক কাজে ব্যবহৃত হয়”। এছাড়াও পাশেই রয়েছে একটি স্কেটিং পার্ক, যেখানে বিভন্ন বয়সী ছেলেমেয়ে প্রতিদিন স্কেটিং করতে আসে। 

বলা বাহুল্য, জনাব আজাদ তালুকদার ইতিমধ্যে অনেক উন্নয়নমূলক কাজের ব্যাপারে সহায়তা করে অনেক সুনাম কুড়িয়েছেন। 

Steamboat Quay
Facebook Comments Box