ধর্ম মন্ত্রণালয়ের ২০২৩ সালের হজের খরচের হিসাব

0
261

বাংলাদেশ থেকে ২০২৩ সালে হজের জন্য সরকারিভাবে হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। অন্যদিকে বেসরকারি খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

র্ম মন্ত্রণালয় ২০২৩ সালের হজের খরচের যে হিসাব দিয়েছে, তা হচ্ছে:

  • বিমান ভাড়া ১৯৭৭৯৭ টাকা,
  • মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ২০৪৪৪৪.৯১ টাকা,
  • জেদ্দা, মক্কা, মদিনা-মুযদালিফা,আল-মাশায়েরের পরিবহন ব্যয় ৩৫১৬২.৪৩ টাকা,
  • বাস সার্ভিস ২৮৩৯ টাকা,
  • জমজম পানি ৪২৫.৮৫ টাকা,
  • তাঁবু, ম্যাট্রেস, বিছানা, চাদর, বালিশ কম্বল, খাবার সরবরাহে মোয়াল্লেম সেবার সার্ভিস চার্জ ১৬০৬৩০.৬২ টাকা,
  • মক্কায় লাগেজ পরিবহন ৫৮৭.৬৭ টাকা,
  • মক্কা-মদিনা-আরাফাত-মুজদালিফা-মিনা-মক্কা বাস ভাড়া ১৯৩৩৩.৫৯ টাকা,
  • দেশে ফেরার সময় মক্কা-মদিনা থেকে লাগেজ পরিবহন ৮৫১.৬৭ টাকা
  • ভিসা ফি ৮৫১৭ টাকা
  • স্বাস্থ্য বীমা বাবদ সৌদি সরকারকে দেয়া ফি ৯৪৬.৮১ টাকা
  • আইটি কার্ড, লাগেজ ট্যাগিং, আইটি সার্ভিস ইত্যাদি ৮০০ টাকা
  • হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা
  • প্রশিক্ষণ ফি ৩০০ টাকা
  • খাওয়া খরচ ৩৫০০০ টাকা
  • হজ গাইড ১৫১৭৮.১০ টাকা

সরকারি কর্মকর্তারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এই বছরে ডলারের দাম বৃদ্ধি, বিমান ভাড়া বেড়ে যাওয়া, সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় হজ প্যাকেজে বাড়িয়ে ধরতে হয়েছে।

Facebook Comments Box