দূর হ তুই দু হাজার বিশ – সাজেদুল চৌধুরী রুবেল

0
955

“দূর হ তুই দু হাজার বিশ”
সাজেদুল চৌধুরী রুবেল

এসেছিলো বিশ, নিয়েছে বিদায় ছড়িয়ে বিষ
এলো একুশ, জানিনা এসেছে নিয়ে কি আশীষ
হবে একদিন গল্প, হবে ইতিহাস প্রজন্ম করবে থিসিস
খুঁজে পেতে চাইবে তারা কেমন ছিলো ওই দুহাজার বিশ।

হাতে সেনিটাইজার মুখে মাস্ক বিশের শিক্ষা এই
করোনা ছাড়েনি ফকির বাদশা হয়ে থাকুক সে যেই
একুশ এসেছে আমাদের মাঝে বার্তা জানা নেই
ধোঁয়াসার চাদরে ঢাকা সব, রবে কি পুরনো নিয়ম সেই!

বিশে মানুষ হারিয়েছে হিম্মত, হৃদয় পুড়ে ছারখার
স্বজনের ব্যাথায় আকাশে বাতাসে হাহুতাশ আর হাহাকার
পৃথিবী যেনো পৃথিবী নেই শঙ্কিত এক কারাগার
পারবে কি একুশ হতে কান্ডারি নতুন এক বিশ্ব আঁকার?

বিশের ভেতরে বিষ দেখতে চাইনা আর তোর মুখ
দূর হ এক্ষুনি নয়তো চিবিয়ে খাবো তোর বুক
বিশের গায়ে লাথি দিয়ে আয় একুশ তুই নিয়ে সর্বসুখ
আনন্দে আনন্দে পৃথিবী আবারো নেচে উঠুক।

লিমরিক, আয়ারল্যান্ড
৩১ ডিসেম্বর ২০২০

Facebook Comments Box