ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে অগ্নিকান্ড – ৩ জনের মৃত্যু

0
893

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার সকাল আটটা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আইসিইউ থেকে স্থানান্তরের সময় তিনজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা রোগীদের সেখান থেকে বের করে আনেন। হাসপাতালের অন্য আইসিইউতে তাঁদের স্থানান্তর করা হচ্ছিল। মারা যাওয়া রোগীদের কেউ দগ্ধ হননি বলে তিনি জানিয়েছেন।

মৃতরা হলেন কিশোর রায় (৬৮), আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৬৩)। তাঁদের মধ্যে কিশোর দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা এবং গোলাম মোস্তফার বাড়ি ঢাকার দক্ষিণখানে।

অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেও জানান নাজমুল হক। এতে আইসিইউতে থাকা অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box